Keno Tumi Hothat Ele Lyrics Tahsan

Keno Tumi Hothat Ele Lyrics Tahsan

Song: Keno Tumi Hothat Ele
Singer: Tahsan
Music: Sajid Sarker
Lyrics: Anwar Hossain Ador
Cast: Farhan Ahmed Jovan & Sabnam Faria
Natok: Je Poth Bhule Gecho Tumi
Label: G Series

Keno Tumi Hothat Ele song is sung by Tahsan. Music is composed by Sajid Sarker.

Keno Tumi Hothat Ele Lyrics:


বড় অবেলায় পেলাম তোমায় ।
কেন এক্ষুনি যাবে হারিয়ে?
কি করে বলো রবো একলা,
ফিরে দেখো আছি দাঁড়িয়ে, দাঁড়িয়ে ।

কেন হঠাৎ তুমি এলে,
কেন নয় তবে পুরোটা জুড়ে ।
আজ পেয়েও হারানো যায়না মানা ।
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ।

শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই ।
যাবে কোথায় রেখে আমায়,
এ পথ চলায়, তোমাকেই চাই ।

কেন হঠাৎ তুমি এলে,
কেন নয় তবে পুরোটা জুড়ে ।
আজ পেয়েও হারানো যায়না মানা ।
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ।

তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই ।
আমার ভেতর শুধু তুমি,
আর তো কিছু পায়নি ঠাঁই ।

কেন হঠাৎ তুমি এলে,
কেন নয় তবে পুরোটা জুড়ে ।
আজ পেয়েও হারানো যায়না মানা ।
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ।

কেন তুমি হঠাৎ এলে লিরিক্স:


Boro obelay pelam tomay.
Keno ekhuni jabe hariye.
Ki kore bolo robo ekla,
Phire dekho achi danriye, danriye.

Keno Hothat Tumi Ele,
Keno noy tobe purota jure.
Aaj peyeo harano jayna mana,
Banchar maneta roye jabe durey.
326404665953066090

TRENDING NOW

326404665953066090