Sharod Prate Lyrics by Ashmi & Pritam
Song: Sharod PrateSingers: Ashmi & Pritam
Music: Soumya Bose
Lyrics: Soumya Bose
Sharod Prate song is sung by Ashmi & Pritam. This is a Durga Puja related song. Composed by Soumya Bose.
Sharod Prate Lyrics in Bengali Durga Puja Song:
শিউলি ফোটা ভোরে,
কাশের অবকাশে,
তুমি এলে শারদ প্রাতে-
নতুন গানের সাথে ।
উমা, জগৎ উমা
উমা, জগৎ উমা
বিবেক জ্বালো,
আমার রাত পোহালো ।
শারদ প্রাতে,
আমার রাত পোহালো ।
কালো আর আলো মিশে যায়,
এই দিনে ।
দীনতার দিন মুছে যাবে,
এই সার্বজনীনে ।
তুমি স্পর্ধা, আগামীর দিশা,
বাঁচার পরিক্রমা ।
উমা, জগৎ উমা
উমা, জগৎ উমা
বিবেক জ্বালো,
আমার রাত পোহালো ।
শারদ প্রাতে,
আমার রাত পোহালো ।
শারদ প্রাতে লিরিক্স দুর্গাপূজার গান:
Shiuli fota bhore,
Kasher obokashe,
Tumi eley sharod prate-
Notun gaaner sathe.
Uma, jogot uma
Uma, jogot uma
Bibek jwalo,
Amar raat pohalo.
Sharod Prate,
Amar raat pohalo.
Kalo arr aalo mishe jai,
Ei dine.
Dinotar din muchhe jabe,
Ei sarbojonine.
Tumi spordha, agamir disha,
Banchar porikroma.