Sobar Durga Maa Lyrics Kumar Sanu
Song: Sobar Durga MaaSinger: Kumar Sanu
Music & Lyrics: Shovon Ganguly
Sobar Durga Maa song is sung by Kumar Sanu. This is a Durga Puja Song 2019. Music composed by Shovon Ganguly.
Sobar Durga Maa Lyrics in Bengali Kumar Sanu:
ঢাকে যেই পড়লো কাঠি,
হয়ে যায় জমজমাটি;
আলোরই খুশির রঙে সব ।
ধুনুচি নাচের তালে,
নাচে মন সাতসকালে;
আমাদের এ দুর্গোৎসব ।
বাংলা মাতলো আবার,
পোশাকের রঙিন বাহার;
ভুলে যায় আপন বা কে পর ।
রমরমা মজাতে ভাই,
প্রাণ খুলে নাচুক সবাই;
মেতে যায় বাঙালিদের ঘর ।
বাজারে বাজারে বাজা,
ঢাক-ঢোল-কাঁসর বাজা ।
পূজোর সাজে এলো যে আজ মা,
সে যে সবার দুর্গা মা ।
মাগো তোমার আগমনে,
ঘরে ঘরে খুশি থাক ।
হৃদয় জুড়ে থাকলে আশিস,
সব অন্ধকার দূরে যাক ।
ছন্দেতে আজ মাতলো সবাই,
মাতলো আবার কাশবন ।
শরতেরই মেঘের মতোন,
গেয়ে উঠুক সবার মন ।
বাজারে বাজারে বাজা,
ঢাক-ঢোল-কাঁসর বাজা ।
পূজোর সাজে এলো যে আজ মা,
সে যে সবার দুর্গা মা ।
দুর্গাপূজার গান সবার দুর্গা মা লিরিক্স:
Dhake jei porlo kathi,
Hoye jai jomjomati,
Aalori khushir ronge sob.
Dhunuchi nacher taale,
Nache mon saat sokale,
Amader e durgotsob.
Bangla matlo abar,
Poshaker rongin bahar,
Bhule jai apon ba ke por.
Romroma mojate bhai,
Pran khule nachuk sobai,
Metey jai jai bangalider ghwar.
Bajare bajare baja,
Dhak dhol kansor baja,
Pujor saje elo je aaj maa,
Sey je sobar durga maa.