Tomar Jonnyo Lyrics Rupankar Bagchi
Song: Tomar JonnyoSinger: Rupankar Bagchi
Composer: Drono Acharya
Lyrics: Saran Dutta
Tomar Jonnyo song is sung by Rupankar Bagchi. This is a durga puja song in bengali. Music composed by Drono Acharya.
Tomar Jonnyo Lyrics in Bengal Pujo Song:
তোমার জন্য পূজোর ছুটি,
এক টুকরো মেঘের ফাঁকে,
রোদের গান ।
তোমার জন্য আশ্বিন মাস,
কাশের বনে দমকা বাতাস,
খুশির স্নান ।
তোমার জন্য পূজো মানে,
মহালয়ায় সকাল বেলায়
বীরেন বাবু ।
তোমার জন্য ষষ্ঠী সকাল,
কাঁপছে শহর খুশির ঝড়ে
ভীষন কাবু ।
কোথায় তখন চিলতে আলোয়,
একমুঠো ভাত একটু নুনে
বেঁচে থাকা ।
কোথায় তখন বানের জলে,
সব হারিয়েও কোনোমতে
ভেসে থাকা ।
যখন তোমার আগমনী,
তখন কোথাও নীরবতা ।
যখন তোমার সিঁদুর খেলা,
তখন কোথাও বিষন্নতা ।
যখন তোমার আগমনী,
তখন কোথাও নীরবতা ।
জানি এবার বলবে তুমি,
এসব নেহাত বাচালতা ।
তোমার জন্য নতুন জুতো,
নতুন জামা, নতুন সবই
পূজোর সেলে ।
তোমার জন্য শহর সাজে,
রঙিন সুতোয় ঝলমলিয়ে
নিয়ন জ্বেলে ।
তোমার জন্য আকাশকুসুম,
স্বপ্ন শহর খুঁটি পূজোয়
থিমের খেলা ।
তোমার জন্য শপিং মলে,
চোখ ধাঁধানো, মন মাতানো
আলোর খেলা ।
যখন তোমার আগমনী,
তখন কোথাও নীরবতা ।
যখন তোমার সিঁদুর খেলা,
তখন কোথাও বিষন্নতা ।
Durga Puja Bengali Song:
Tomar Jonnyo pujor chhuti,
Ek tukro megher phanke,
Rouder gaan.
Tomar Jonnyo ashwin maas,
Kasher bone domka batas,
Khusir snan.
Tomar Jonnyo pujo mane,
Mahalayay sokal belay,
Biren babu.
Tomar jonnyo sosthi sokal,
Kanpchhe shohor khusir jhore,
Bhison kabu.
Kothay tokhon chiltey aaloy,
Ek mutho bhaat ektu noon a
Benche thaka.
Kothay tokhon baner jole,
Sob hariyeo kono mawte
Bhese thaka.
Jokhon tomar agomoni,
Tokhon kothao nirobota.
Jokhon tomar sindur khela,
Tokhon kothao bisonnota.