Acho Naki Besh Lyrics

Acho Naki Besh Lyrics

Song: Acho Naki Besh
Singer: Zahed Tanveer
Music: Sahriar Rafat
Lyrics: Mehedi Hasan Limon
Label: CMV

Acho Naki Besh song is sung by Zahed Tanveer. Music composed by Sahriar Rafat. Lyrics written by Mehedi Hasan Limon.

Acho Naki Besh Lyrics in Bengali:


তুমি ভুলতে ভুলতে আমায়,
মনে করো শুধু একবার ।
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার ।

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না ।
আমি জোড় করে তোমায়
কাছে ডাকবো না ।

থাকো তুমি নিজের মতো,
বুকে পুষে কষ্ট রাখি ।
ফুরিয়ে গেছি প্রায় আমি,
নিঃস্ব হতে আর কী বাকি?

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না ।
আমি জোড় করে তোমায়
কাছে ডাকবো না ।

আছো নাকি অনেক বেশ,
ভুল করে তোমায় ডাকি ।
যত প্রেম দিয়েছো আমায়,
তার বেশি ছিল ফাঁকি ।

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না ।
আমি জোড় করে তোমায়
কাছে ডাকবো না ।

তুমি ভুলতে ভুলতে আমায়,
মনে করো শুধু একবার ।
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার ।

আছো নাকি বেশ লিরিক্স:


Tumi bhulte bhulte amay
Mone koro shudhu ekbar.
Ami hastey hastey tomar
Kachhe phire jabo abar.

Ami bhul koreo tomay
Bhalobasbo na.
Ami jor kore tomay
Kachhe dakbo na.
326404665953066090

TRENDING NOW

326404665953066090