Amar Saptamir Bikel Lyrics

Amar Saptamir Bikel Lyrics

Song: Amar Saptamir Bikel
Singer: Pranjal Bakshi

Amar Saptamir Bikel song is sung by Pranjal Bakshi. This song is often spelled as "Amar Saptomir Bikel". Amar Soptomir Bikel Song Lyrics.

Amar Saptamir Bikel Lyrics in Bengali:


আমার সপ্তমীর বিকেল,
আমার এক ভাঙা সাইকেল।
তোমার নতুন জুতো, মারুতি এস্টিম।

আমার পকেট গড়ের মাঠ,
তোমার নতুন ক্রেডিট কার্ড।
আমি তোমার কাছে নিতান্ত টিমটিম।

আজ মন থেকে বলছি,
তোমার নাম নিয়ে চলছি।
দিন কাটছে না তোমার বিহনে।

আজ ভুল সুরে গান গাই,
আসছো না তুমি তাই।
দিন কাটাবো কিভাবে কে জানে?!

ভাঙা রে ভাঙা আমার নৌকা,
হারিয়ে গেছে আমার বৈঠা।

তোমার হরিণ হরিণ চোখ,
দেখে সব দুনিয়ার লোক।
তোমার অঙ্গ জুড়ে নতুন সালোয়ার।

তোমার দেমাগ দেমাগ চাল,
আমার আজ ফুটো কপাল।
তুমি আমার দিকে চাওনা কেন আর?!

আজ মন থেকে বলছি,
তোমার নাম নিয়ে চলছি।
দিন কাটছে না তোমার বিহনে।

আজ ভুল সুরে গান গাই,
আসছো না তুমি তাই।
দিন কাটাবো কিভাবে কে জানে?!

ভাঙা রে ভাঙা আমার নৌকা,
হারিয়ে গেছে আমার বৈঠা।

তোমার ফড়িং ফড়িং মন,
তোমায় ঘিরে হাজার জন।
আমি বোবার মতো একলা বসে রই।

তোমার ঝুমুর ঝুমুর দুল,
আমার হাতের গোলাপ ফুল।
তুমি দেখেও যেন দেখছো না কিছুই।

আজ মন থেকে বলছি,
তোমার নাম নিয়ে চলছি।
দিন কাটছে না তোমার বিহনে।

আজ ভুল সুরে গান গাই,
আসছো না তুমি তাই।
দিন কাটাবো কিভাবে কে জানে?!

ভাঙা রে ভাঙা আমার নৌকা,
হারিয়ে গেছে আমার বৈঠা।

আমার সপ্তমীর বিকেল লিরিক্স:


Amar saptamir bikel,
Amar ek bhanga cycle.
Tomar notun juto, Maruti Esteem.

Amar pocket gorer math,
Tomar notun credit card.
Ami tomar kachhe nitanto timtim.

Aaj mon theke bolchhi,
Tomar naam niye cholchhi.
Din katchhe na tomar bihone.

Aaj bhul surey gaan gaai,
Aschho na tumi tai.
Din katabo kibhabe ke jane.

Bhanga re bhanga amar nouka.
Hariye gechhe amar boitha.
326404665953066090

TRENDING NOW

326404665953066090