Ebar Jeno Onno Rokom Pujo Lyrics

Ebar Jeno Onno Rokom Pujo Lyrics

Song: Ebar Jeno Onno Rokom Pujo
Movie: Yoddha
Singers: Antara Mitra & Nakash Aziz
Music: Indraadip Das Gupta
Lyrics: Prasen


Ebar Jeno Onno Rokom Pujo song is from the movie "Yoddha". This song is sung by Nakash Aziz & Antara Mitra. Music composed by Indraadip Das Gupta. Pujo Pujo Premer Gondho Lyrics.

Ebar Jeno Onno Rokom Pujo Lyrics From Yoddha:


এবার কেন অন্যরকম পুজো ।
আগের বছর ছিলাম কোথায় দুজন ।
চতুর্থীতেই পাখনা কেনা শুরু,
মনের মালিক আসল নাটের গুরু ।

তুমি আমি এ পঞ্চমী
হুমম...
তুমি আমি এ পঞ্চমী,
থাকছি পাশে তাই ।
২৪×৭ কাটুক এরম ভাবেই চাই ।

পুজো পুজো পুজোয়
প্রেমের গন্ধ লেগেছে,
তোমার আমার ভালবাসার
গল্প জমেছে ।

ষষ্ঠীর সকাল, খুব বেসামাল ।
শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে ।
সাধের সানাই বাজাতে চাই,
কিন্তু এ মন বারণ করে দিচ্ছে ।

এ সপ্তমীটার ইচ্ছে দেদার,
ফুচকা খাওয়ার ফন্দী পেটে আঁটলো ।
সাজতে লাগে অনেক সময়,
ইচ্ছে আমার বড্ড ব্যাগার খাটলো ।

তুমি আমি আর অষ্টমী, প্যান্ডেলে রাত ।
একটু ফাঁকা সময় পেলে, কেয়াবাত কেয়াবাত ।

পুজো পুজো পুজোয়
প্রেমের গন্ধ লেগেছে,
তোমার আমার ভালোবাসার
গল্প জমেছে ।

বলো দুগ্গা মাঈকি জয় ।
আসছে বছর আবার হবে...

নবমীর দিন, অল্প রঙিন ।
ভুগলো এ মন, দিন ফুরোনোর রিস্কে ।
চল না বাপি, রাস্তা মাপি
আশের পাশের কাছের কোনো ডিস্কে ।

দশমী কারো হয় মন খারাপ,
এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘন্টা ।
আশায় থাকি, আসছে বছর
আবার উড়ুক এমনভাবেই মনটা ।

তুমি আমি কী দুষ্টুমি,
কষছি মনে তাই ।
গোটা বছর এমনি কাটুক,
এরমভাবেই চাই ।

পুজো পুজো পুজোয়
প্রেমের গন্ধ লেগেছে,
তোমার আমার ভালোবাসার
গল্প জমেছে ।

এবার যেন অন্যরকম পুজো লিরিক্স:


Ebar keno onno rokom pujo.
Ager bochhor chhilam kothay dujon.
Choturthi tei pakhna kena shuru,
Moner malik asol nater guru.

Tumi aami e panchomi
Thakchi pashe tai.
24×7 katuk erom bhabei chai.

Pujo pujo pujoy
Premer gondho legechhe.
Tomar amar bhalobasar,
Golpo jomechhe.
326404665953066090

TRENDING NOW

326404665953066090