Eksho Bochor Dhorey Lyrics Arijit Singh East Bengal
Song: Eksho Bochor DhoreySinger: Arijit Singh
Music: Arindom
Lyrics: Raja Chanda, Prosen
Eksho Bochor Dhorey song is sung by Arijit Singh. This song is for the East Bengal Football Club. Music composed by Arindom. Lyrics penned by Raja Chanda & Prosen. Arijit Singh East Bengal song lyrics. Eksho bochor dhore lyrics.
Eksho Bochor Dhorey Lyrics in Bengali East Bengal Theme Song:
ইতিহাস সাক্ষী হল
পায়ে পায়ে স্বপ্ন এলো
কাঁটাতার টপকালো ফুটবল।
রক্তে ছিল যে লাল
জ্বললো হলুদ মশাল
ফেলে আসা স্মৃতিটা সম্বল।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না।
সাপোর্টারের সাহস বুকে,
উধাও হল ভয়।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না।
সবুজ ঘাসে লড়াই করে,
ছিনিয়ে নেবো জয়।
একশো বছর ধরে
মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল।
আমরাই দামাল ঘোড়া
দুচোখে বারুদ ভরা
বলে বলে সবাই দেব গোল।
গ্যালারির হৃদয় জুড়ে
ভালবাসা দিচ্ছি ছুঁড়ে
বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না।
দর্শকের ঐ গর্জনে মাঠ উথালপাথাল।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না।
এক কিকে তে গোলপোস্টের যাচ্ছে ছিঁড়ে জাল।
একশ বছর ধরে
মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল।
একশো বছর ধরে লিরিক্স ইস্টবেঙ্গল থিম সং:
Jersey manei amar maa
Arr toh kichhui janina.
Sobuj ghase lorai kore,
Chhiniye nebo joy.
Eksho Bochor Dhorey
Math kanpachchhe je dol
Laal holuder jhorer naam East Bengal.