Ishwar Song Lyrics By Vikings
Song: IshwarAlbum: Boyosh Jokhon Ekush
Artist: Vikings
Ishwar song is performed by Vikings. This song is from the album "Boyosh Jokhon Ekush".
Ishwar Lyrics in Bengali Vikings:
যদি হুট করে একা হওয়া যেতো,
আকাশের মতো।
আমি চুপ করে চোখে জল নিতাম,
ইচ্ছে যত।
আমি এখনও ভুলের ঘোরে খুঁজি
চেনা পথের বাঁক।
যদি ভুল করে ফের শোনা হতো
প্রিয় সে ডাক।
আমি দেখতে চাইনি তাকে শেষবার, অনড়
আমি মানতে চাইনি তাকে নিথর।
ঈশ্বর, তুমি সযতনে রেখো তাকে।
সে বড় অভিমানী, চাপা বুকে।
ফিরে গেছে রোদ, নেভার আগেই।
ঈশ্বর, আজও অনুতাপে ধুকছে সব।
বোবা হাহাকারে চোখ নীরব।
বলা হয়ে ওঠেনি তাকেই "বিদায়"।
কত গল্পরা চোখে জেগে থাকে,
শহরে শহরে।
যত চাওয়া না চাওয়ায় আস্কারা,
হিসেবের ভিড়ে।
আজও মন বলে সেই হাত কাঁধে
ছায়ায় জড়িয়ে।
আর শাসনে বারনে তার কথা,
সময়ে সময়ে।
আজও উৎসবে কোলাহলে,
খুঁজে যাই চেনা স্বর।
আমি মানতে চাইনি তাকে - নিথর।
ঈশ্বর, তুমি সযতনে রেখো তাকে।
সে বড় অভিমানী, চাপা বুকে।
ফিরে গেছে রোদ, নেভার আগেই।
ঈশ্বর, আজও অনুতাপে ধুকছে সব।
বোবা হাহাকারে চোখ নীরব।
বলা হয়ে ওঠেনি তাকেই,
"তুমি ক্ষমা করে দিও আমায়"।
ঈশ্বর গানের লিরিক্স:
Ishwar tumi sojotne rekho take.
Sey boro obhimani, chapa buke.
Phire gechhe roud, nebhar agei.
Ishwar, aajo onutape dhukchhe sob.
Boba hahakare chokh nirob.
Bola hoye otheni taakei,
Tumi khoma kore dio amay.