Jodi Haat Ta Dhoro Lyrics

Jodi Haat Ta Dhoro Lyrics Imran Mahmudul

Song: Jodi Haat Ta Dhoro
Singer: Imran Mahmudul
Music: Imran Mahmudul
Lyrics: Faisal Rabbikin

Jodi Haat Ta Dhoro song is sung by Imran Mahmudul. He also composed the music of this song.

Jodi Haat Ta Dhoro Lyrics in Bengali:


ভালোবেসে যদি হাতটা ধরো,
ছেড়ে দেবো যে সবই ।
কাছে এসে জড়িয়ে রাখো,
ভুলে যাবো পৃথিবী ।

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পোড়ে?
এভাবে দূরে থেকো না ।

তোমার মাঝে ডুবি, ভাসি
নিজের থেকে আরো বেশী
ভালোবাসি কেন বোঝোনা?

প্রেম কি বলো এমনই?
নীরবে যে গোপনেতে
তারই শুধু ভাবনাতে
ঘুমহীন কাটে রজনী ।

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পোড়ে?
এভাবে দূরে থেকো না ।

তোমার মাঝে ডুবি, ভাসি
নিজের থেকে আরো বেশী
ভালোবাসি কেন বোঝোনা?

যদি হাতটা ধরো লিরিক্স ইমরান মাহমুদুল:


Bhalobese jodi haat ta dhoro
Chhere debo je sobi.
Kachhe eshey jorie rakho
Bhule jabo prithibi.

Buker majhe chinchin kore
Janona ki e mon pore?
Ebhabe durey theko na.

Tomar majhe doobi bhasi
Nijer theke arro beshi
Bhalobasi keno bojhona?
326404665953066090

TRENDING NOW

326404665953066090