Nabiker Gaan Lyrics
Song: Nabiker GaanSinger & Lyrics: Shovan Ganguly
Music: Purab Seal Acharya & Deepraj
Nabiker Gaan song is sung & written by Shovan Ganguly. Music composed by Purab & Deepraj.
Nabiker Gaan Lyrics in Bengali:
আলো থাকে যতদূরে,
কাছাকাছি তোর ।
আমি আছি তারই পাশে,
মাখি এ আদর ।
জড়ানো জোনাকি আলোতে,
নীরবতা যেন কথায় ফোটে ।
যাবি কি আমার সাথে পায়ে পায়ে?
সেখানে, যেখানে আলো থেমে যায় ।
যাবি কি সাঙ্গ হয়ে অন্তরায়?
সেখানে, যেখানে খুব কান্না পায় ।
হুমম..
হাওয়ারা বয়ে চলে অক্ষরে
শীতঘুমে বৃষ্টিরা ঘোরে ফেরে
আঙ্গুল ও হাত ধরে ইশারায় ।
জানিনা কার ভুল, কার ঠিকে
এভাবে বয়ে চলি তোরই দিকে
কিভাবে বলে গেলি ভূমিকায়?
রূপকথা চুপকথায়,
পায়ে পা ভিজে যায় ।
তোর সঙ্গে ভোর
হাঁটবো খালি পায়ে ।
যাবি কি আমার সাথে পায়ে পায়ে?
সেখানে, যেখানে আলো থেমে যায় ।
যাবি কি সাঙ্গ হয়ে অন্তরায়?
সেখানে, যেখানে খুব কান্না পায় ।
ঘুম আসেনা যে আর দু'চোখে
কিভাবে বয়ে গেলি আলোকে
ইশারা রূপকথা লিখে যায় ।
গন্ধরা পলাশের মতো লাগে
কখনো ভাবিনি তা এর আগে
জানিনা কে আর কাকে পায় ।
রূপকথা চুপকথায়,
পায়ে পা ভিজে যায় ।
তোর সঙ্গে ভোর
হাঁটবো খালি পায়ে ।
যাবি কি আমার সাথে পায়ে পায়ে?
সেখানে, যেখানে আলো থেমে যায় ।
যাবি কি সাঙ্গ হয়ে অন্তরায়?
সেখানে, যেখানে খুব কান্না পায় ।
নাবিকের গান লিরিক্স শোভন গাঙ্গুলি:
Aalo thake joto durey
Kachha kachhi tor.
Ami achhi tari pashe
Makhi e ador.
Jorano jonaki aalo te
Nirobota jeno kothay phote.
Jabe ki amar sathe paye paye?
Sekhane, jekhane alo theme jay.
Jabi ki sango hoye ontoray?
Sekhane, jekhane khub kanna paay.