O Maa Lyrics by Iman Chakraborty
Song: O MaaSinger: Iman Chakraborty
Music: Shovan Ganguly
Lyrics: Debarshi Sarkar
O Maa song is sung by Iman Chakraborty. Music composed by Shovan Ganguly. Durga Puja Song by Iman Chakraborty.
O Maa Song Lyrics Iman Chakraborty:
হাতে রেখে হাত,
খুশি দেওয়া রাত,
ভালোবেসে কাছে এসো আর।
মিশে গেছে শ্বাস,
আকাশে বাতাস,
উমা ঘরে ফিরেছে আবার ।
ঘরে ঘরে আর,
আলোর বাহার ।
উৎসবে জেগেছে সময় ।
ও মা... ও মা...
তুমি রাত শেষে নীল জোছনা ।
ও মা... ও মা...
তুমি ঘর ছেড়ে আর যেওনা ।
আলো মাখা ভোর,
প্রতিটি বছর,
পুজো মানে খুশির হদিশ ।
মায়া ঘেরা ভোর,
ছোটোরা আদর,
বড়রা জানিও স্নেহাশীষ ।
পুরনো প্রথায়,
ফিরে যাওয়া যায়,
উৎসবে মেতেছে হৃদয় ।
ও মা... ও মা...
তুমি দিন শেষে আশার আলো ।
ও মা... ও মা...
আজ প্রাণ ভরে গান শোনালো।
ঘন নীলাকাশ,
প্রান্তরে কাশ,
রূপকথা ঘেরা কিছুদিন ।
পেঁজা তুলো মেঘ,
হৃদয়ে আবেগ,
এ পৃথিবী কতটা রঙিন ।
হাওয়া ছুঁয়ে যায়,
নতুন জামায় ।
উৎসবে জেগেছে সময় ।
ও মা... ও মা...
তুমি ভরিয়ে রাখো এ মন ।
ও মা... ও মা...
তাই ভরসা জাগায় ত্রিনয়ন ।
ও মা... ও মা...
তুমি রাত শেষে নীল জোছনা ।
ও মা... ও মা...
তুমি ঘর ছেড়ে আর যেওনা ।
ও মা গানের লিরিক্স ইমন চক্রবর্তী:
Haate rekhe haat,
Khushi dewa raat,
Bhalobese kachhe esho arr.
Mishe gechhe swash,
Akashe batas,
Uma ghawre phirechhe abar.
Ghawre ghawre arr,
Aalor bahar.
Utsobe jegechhe somoy.
O Maa, O Maa...
Tumi raat sheshe neel jochhona.
O Maa, O Maa...
Tumi ghawr chhere arr jeona.