Sudhu Sudhu Mon Amar Lyrics
Song: Sudhu Sudhu Mon AmarSinger: Souradipta Ghosh
Music: Rupak Tiary
Lyrics: Jayanta Roy
Starring: Rimpa Roy, Shubhadeep, Sonali, Debjit, Siddharth
Sudhu Sudhu Mon Amar song is sung by Souradipta. This romantic song is composed by Rupak Tiary. Lyrics penned by Jayanta Roy.
Sudhu Sudhu Mon Amar Song Lyrics in Bengali:
হঠাৎ শহরে, বৃষ্টি এলো যে
প্রথম পলকে ছুঁয়ে যায় ।
অচেনা চোখের অল্প কাহিনী
বৃষ্টির ফোঁটারা লিখে যায় ।
ঝোড়ো হাওয়া, বেপরোয়া
নৌকো ভাসায় মেঘেরা ।
চোখে চোখে কিছু কথা,
কী যেন বলে আমায় ।
শুধু শুধু মন আমার
কেন যে তোমাকেই কাছে চাই ।
বারেবারে কেন যে
তোমার দিকে, এভাবে তাকাই ।
বুঝেছো যখনই, আহ্লাদে তুমি
নিমেষে হারিয়ে যাও আস্কারায় ।
আদো আদো করে, মসলিন চুলে
হাতছানি দিয়ে যাও আমায় ।
ঝোড়ো হাওয়া, বেপরোয়া
নৌকো ভাসায় মেঘেরা ।
চোখে চোখে কিছু কথা,
কী যেন বলে আমায় ।
শুধু শুধু মন আমার
কেন যে তোমাকেই কাছে চাই ।
বারেবারে কেন যে
তোমার দিকে, এভাবে তাকাই ।
শুধু শুধু মন আমার লিরিক্স:
Hothat shohore bristi elo je
Prothom poloke chhunye jaai.
Ochena chokher olpo kahini
Bristir phonta ra likhe jaai.
Jhoro haowa beporowa
Nouko bhasay meghera.
Chokhe chokhe kichhu kotha
Ki jeno bole amay.
Sudhu Sudhu mon amar
Keno je tomakei kachhe chai.
Barebare keno je
Tomar dike, ebhabe takay.