Tomake Chuye Dilam Lyrics
Song: Tomake Chuye DilamMovie: Bastushaap
Singers: Arijit Singh & Shreya Ghoshal
Lyrics: Srijato
Music: Indraadip Das Gupta
Cast: Koushik Ganguly, Raima Sen
Tomake Chuye Dilam Lyrics Female:
Tomake chuye dilam lyrics in Bengali:
আজ ঠোঁটের কোলাজ,
থামালো কাজ;
মন তোমাকে ছুঁয়ে দিলাম ।
নাম, বুকের বোতাম,
হারানো খাম;
আজ কেন যে খুঁজে পেলাম ।
দিন এখনো রঙিন,
এই দিন এখনো রঙিন ।
তাকে আদরে তুলে রাখলাম ।
হুমম...
মন, রাখা আছে কোন
ঈশান কোণে বিষন্নতা ।
চোখ, কাটাকুটি হোক
সহজ খেলার সময় কোথায় ।
এই নরম অসুখ,
হাওয়ায় হাওয়ায় সেরে যাক ।
ফের সন্ধ্যে নামুক,
ব্যথা তোমায় ছেড়ে যাক ।
চুপ, মুহুর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম ।
নাম, বুকের বোতাম,
হারানো খাম;
আজ কেন যে খুঁজে পেলাম ।
ঠোঁট, লুকিয়েছে চোট
যে রাস্তা যায় তোমার মনে ।
চুল, বুনেছে আঙ্গুল
রাতের পিঠে তারা গোনে ।
ও... কেউ জানেনা দিন,
ফিরবে কিনা কোনোদিন ।
নীল কুয়াশা ঘোর,
ভুলে যাওয়ায় সমীচীন ।
আজ ঠোঁটের কোলাজ,
থামালো কাজ;
মন তোমাকে ছুঁয়ে দিলাম ।
নাম, বুকের বোতাম,
হারানো খাম
হুমম...
তোমাকে ছুঁয়ে দিলাম লিরিক্স শ্রেয়া ঘোষাল:
Aaj thonter kolaj,
Thamalo kaaj,
Mon tomake chuye dilam.
Naam, buker botam,
Harano kham,
Aaj keno je khunje pelam.
Din ekhono rongeen,
Ei din ekhono rongeen.
Take adore tule rakhlam.
Hmm...