Elomelo Bhabna Lyrics

Elomelo Bhabna Lyrics Borno Chakraborty

Song: Elomelo Bhabna
Short Film: Shesh Prishtha
Vocal, Music & Lyrics: Borno Chakraborty

Elomelo Bhabna song is sung, composed & written by Borno Chakraborty. This song is from the short film "Shesh Prishtha".

Elomelo Bhabna Lyrics in Bengali:


এলোমেলো ভাবনা গুলোতে,
দিন কেটে যাক ।
এলেবেলে ভালো লাগাতে,
মন ছুঁয়ে যাক ।

ইচ্ছে তুলির আঁচড়ে,
মাখবো রং আদরে ।
আরো কিছুটা সময় থেকে যাক
আমার কাছে
আমার কাছে...

তোমার সাথে রৌদ্রস্নানে যাবো
প্রেমের চোখে রোদ চশমা পরে নেবো
ভাবনার কুঁড়েঘরে তুমি চারুলতা
তোমায় নিয়ে এই গানটা হল লেখা

শব্দহীন প্রলয় স্রোতে
তোমার নেশা প্লাবনে
আমি ডুবে ডুবে মরি শতবার
তোমায় নিয়ে
তোমায় নিয়ে...

এলোমেলো ভাবনা গুলোতে,
দিন কেটে যাক ।
এলেবেলে ভালো লাগাতে,
মন ছুঁয়ে যাক ।

ইচ্ছে তুলির আঁচড়ে,
মাখবো রং আদরে ।
আরো কিছুটা সময় থেকে যাক
আমার কাছে
আমার কাছে...

এলোমেলো ভাবনা লিরিক্স:


Elomelo bhabna gulo te
Din kete jak.
Elebele bhalo lagate
Mon chhunye jak

Icche tulir anchore
Makhbo rong adore
Aaro kichhuta somoy theke jak
Amar kachhe
326404665953066090

TRENDING NOW

326404665953066090