Ke Koto Dure Lyrics

Ke Koto Dure Lyrics

Song: Ke Koto Dure
Singers: Imran Mahmudul & Kona
Music: Imran Mahmudul
Lyrics: Mahmood Manzoor
Label: CMV

Ke Koto Dure song is sung by Imran & Kona. Music composed by Imran Mahmudul. Lyrics penned by Mahmood Manzoor.

Ke Koto Dure Lyrics in Bengali:


কিছু কথা থাকে, হৃদয়ের বাঁকে ।
ধুলো জমা কাঁচে, সুখছবি আঁকে ।

কিছুক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু, মনে পড়ে
আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে, কে কত দূরে

এত কাছাকাছি একই শহরে,
কেউ নেই কারোর, একটু নজরে ।
কতটুকু ভুল হয়ে গেলে পড়ে
এত দীর্ঘপথ, বেঁকে যেতে পারে ।

কিছুক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু, মনে পড়ে
আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে, কে কত দূরে

কবে কোন ফাঁকে বর্ষা নেমেছে
এই ধুলো জমা হৃদয় শহরে ।
ফেলে আসা দিন, আবার ডেকেছে
তাকে ভেবে ভেবে, আকাশ কেঁদেছে ।

কিছুক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু, মনে পড়ে
আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে, কে কত দূরে

কে কতদূরে লিরিক্স:


Kichhu kotha thake hridoyer banke.
Dhulo joma kanche, sukh chhobi anke.

Kichhukhyon thake khyoniker tore
Sob bhule take shudhu mone pore.
Aaj dekhi shudhu pichhu phire
Giyechhi chole, ke koto dure.
326404665953066090

TRENDING NOW

326404665953066090