Rag Kore Thaka Jai Na Lyrics

Rag Kore Thaka Jai Na Lyrics

Song: Rag Kore Thaka Jai Na
Singer: Mahtim Sakib
Lyrics: Snahashish Ghosh
Music: Rezwan Sheikh
Album: Raag Korey Thaka Jai Na
Label: CMV

Rag kore thaka jai na song is sung by Mahtim Sakib. Lyrics penned by Snahashish Ghosh. Music composed by Rezwan Sheikh.

Rag Kore Thaka Jai Na Lyrics in Bengali:


কোনো এক পিছুটান,
ভেঙে দিলো ব্যবধান ।
দেখা হয়ে গেল, তাই আবার ।

মিলেছি দুটিতে
এই আমি কিছুতে
হারাতে দেবো না, তোকে আর

আমি হেরে বসে আছি
তোর কাছে ।
তবে এই হারে
সুখ যে আছে ।

তোর ঐ হাসি দেখে যায়,
ভেঙ্গে একে একে সব
অভিমানের আয়না ।

তুই তো এমন কেউ
যার সাথে কখনো
রাগ করে থাকা যায় না ।

ভালোবাসি বলে
প্রতিদিন চলে
তোর মনে আসা আর যাওয়া

থাকতে যদি চাই
সেখানে সবসময়
হবে কি তা খুব বেশী চাওয়া

আমি হেরে বসে আছি
তোর কাছে ।
তবে এই হারে
সুখ যে আছে ।

তোর ঐ হাসি দেখে যায়,
ভেঙ্গে একে একে সব
অভিমানের আয়না ।

তুই তো এমন কেউ
যার সাথে কখনো
রাগ করে থাকা যায় না ।

মন যখন থাকে
ছুঁয়ে কষ্টটাকে
যদি তখন তোর দেখা পাই

সবকিছু ভুলে
প্রিয় সুর তুলে
মনটা ভালো হয়ে যায়

রাগ করে থাকা যায় না লিরিক্স মাহতিম সাকিব:


Ami herey bose achhi
Tor kachhe.
Tobe ei harey
Sukh je achhe.

Tor oi hasi dekhe jaay
Bhenge eke eke sob
Obhimaner aayna.

Tui toh emon keu
Jar sathe kokhono
Rag kore thaka jai na
326404665953066090

TRENDING NOW

326404665953066090