Abeger Corridor Lyrics The Bong Studio Originals
Song: Abeger CorridorVocal & Music: Riishav
Lyrics: Riishav, Neeharika Nandy
Label:The Bong Studio
Abeger Corridor song is sung & composed by Riishav. Lyrics written by Riishav & Neeharika Nandy. The Bong Studio Originals presenting this song.
Abeger Corridor song lyrics in Bengali:
(সময়ের অভাবে যাদের হয়নি অনেক কিছু,
যাদের আবদারে, ক্যান্টিনে উঠতো গান, কবিতা আড্ডার ঝড়; ক্লাস মিস করে এদিক সেদিক ঘুরতে যাওয়া ।
একরাশ স্মৃতি রেখে পরবর্তী জীবনে আচমকাই হারিয়ে যাওয়া সেইসব মানুষ, কিংবা যারা এখন সদ্য কলেজে পা দিয়েছে, কলেজের করিডোর দিয়ে ফাঁটার সময় বিশেষ কাউকে দেখে ঝড় উঠেছে যাদের মনে, আবেগের করিডোরে তাদের স্বাগত ।)
কত ভোর তোমায় দেখিনা আর এই পথে
কত রাত জাগা হয়না যে আর এক সাথে ।
কত স্বপ্নেরা বেঁচে আছে আজও অল্প কথায়,
কত প্রেম বাকি আছে আজও গল্পকথায় ।
কতবার তোমায় ডাকতে গিয়ে,
আমি ভুল করি রাস্তাতে ।
কত রাত আজও ঘুমের ঘোরে,
কথা বলেছি তোমার সাথে ।
তোমার সাথে...
মনে পড়ে কি সে দিনগুলো,
মুখচোরা কত আবেগ লুকোনো ছিল ।
কলেজের শত ব্যস্ত করিডোরে,
তোমার হাত ধরে, তোমায় ভেবে লেখা কবিতারা
আজও ঘোরে চোরাগলিতে দিশেহারা ।
আজও বলে যায়, কতই না বলা কথা
তোমার অগোচরে ।
তবুও সেই ফেলে আসা বন্দরে,
রাত নামে বারেবারে ।
ছায়াপত জুড়ে থাকা শূণ্যতা,
পথ হারায় প্রতিবারে ।
কতবার তোমার চেনা ভাবনাতে,
ঘুম ভেঙে যায় মাঝরাতে ।
কতবার আমার এই ব্যস্ততায়,
আজও খুঁজে ফিরি তোমাকে ।
কতবার তোমায় ডাকতে গিয়ে,
আমি ভুল করি রাস্তাতে ।
কত রাত আজও ঘুমের ঘোরে,
কথা বলেছি তোমার সাথে ।
তোমার সাথে...
আসবে তুমি, থাকবে তুমি
এই হৃদয়ে ।
কত যন্ত্রণা, সে তো সত্যি না...
আবেগের করিডোর লিরিক্স:
Koto bhor tomay dekhina arr ei pothey.
Koto raat jaga hoyna je arr eksathe.
Koto swopnera benche achhe aajo olpo kothay.
Koto prem baki achhe aajo golpo kothai.
Kotobar tomay dakte giye,
Ami bhul kori rasta te.
Koto raat aajo ghumer ghore,
Kotha bolechhi tomar sathe.
Abeger Corridor...