Mithe Roddur Lyrics Iman Chakraborty
Song: Mithe RoddurSinger: Iman Chakraborty
Movie: Purbo Poschim Dokkhin Uttor Ashbei
Music: Debojyoti Mishra
Lyrics: Anirban Mukhopadhyay
Cast: Arpita Chatterjee, Kamaleshwar Mukherjee, Suchandra Vaaniya
Mithe Roddur song is from the movie "Purbo Poschim Dokkhin Uttor Ashbei". This song is sung by Iman Chakraborty. Music composed by Debojyoti Mishra. Lyrics written by Anirban Mukhopadhyay.
Mithe Roddur Song Lyrics in Bengali:
মিঠে রোদ্দুর ধরে ছিল হাত,
রাস্তা পেরোলো হাওয়া ।
নদীর কিনারে মনের আয়না,
পদাবলী সুরে গাওয়া ।
কার নাম যেন বলে কানেকানে,
চোখ কাকে খোঁজে, এখানে ওখানে ।
কোন সুরে সে ধরা পড়ে যায়,
স্ট্রান্ড রোড থেকে চার্চ ঘন্টায় ।
রিন টিন, রিন টিন, রিন টিন...
মেঘের মুলুক, কখন খুশিরা
জানায় জন্মদিন ।
রিন টিন, রিন টিন, রিন টিন
মিঠে রোদ্দুর, মিঠে রোদ্দুর
মিষ্টি একটা দিন...
মিষ্টি একটা দিন ।
কার নাম যেন বলে কানেকানে,
চোখ কাকে খোঁজে, এখানে ওখানে ।
কোন সুরে সে ধরা পড়ে যায়,
স্ট্রান্ড রোড থেকে চার্চ ঘন্টায় ।
রিন টিন, রিন টিন, রিন টিন...
মিঠে রোদ্দুর লিরিক্স পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই:
Mithe Roddur dhore chhilo haat,
Rasta perolo haowa.
Nodir kinare moner aayna,
Podaboli surey gaowa.
Kar naam jeno bole kane kane
Chokh kake khonje, ekhane okhane.
Kon surey sey dhora porey jaai,
Strand road theke church ghontay.
Rin tin, rin tin, rin tin...