Tomar Smrity Tuku Lyrics By Liza
Song: Tomar Smrity TukuSinger: Liza
Music: Sajid Sarker
Tune: Akaash Sen
Lyrics: Robiul Islam Jibon
Srarring: Tawsif Mahbub & Payelia Payel
Label: Dhruba Music Station
Tomar Smrity Tuku song is sung by Liza. Music composed by Sajid Sarker. Lyrics written by Robiul.
Tomar Smrity Tuku Song Lyrics in Bengali:
অনেক কিছুই, অনেক ভাবে
আড়াল হয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায়...
ছোটোখাটো কিছু ভুলে,
উড়ে যাওয়া ঝরা ফুলে,
ভাবনা আমার, আজও তোমার
হাওয়ায় বয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায়...
প্রিয় মানুষ ওড়ায় ফানুস,
বুকের আশেপাশে ।
ইচ্ছে করে যায় কি ভোলা,
তাকে অনায়াসে ।
নানা ভাঙা স্বপ্ন হাজার
আঘাত সয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায়...
চেনা আলো, জানে ভালো
মেঘলা দিনের মানে ।
সকল চাওয়া, হয় কি পাওয়া
অবুঝ পিছুটানে ।
রঙে বোনা গল্প আহা,
ব্যথায় ক্ষয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।
অনেক কিছু, অনেক ভাবে
আড়াল হয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।
তোমার স্মৃতিটুকু লিরিক্স:
Onek kichhui, onek bhabe
Araal hoye jaai.
Shudhu tomar smrity tuku
Mone roye jai.
Chhoto khato kichhu bhule,
Urey jawa jhora phule,
Bhabna amar, aajo tomar
Hawai boye jai.