Tomar Smrity Tuku Lyrics

Tomar Smrity Tuku Lyrics By Liza

Song: Tomar Smrity Tuku
Singer: Liza
Music: Sajid Sarker
Tune: Akaash Sen
Lyrics: Robiul Islam Jibon
Srarring: Tawsif Mahbub & Payelia Payel
Label: Dhruba Music Station

Tomar Smrity Tuku song is sung by Liza. Music composed by Sajid Sarker. Lyrics written by Robiul.

Tomar Smrity Tuku Song Lyrics in Bengali:


অনেক কিছুই, অনেক ভাবে
আড়াল হয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।

শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায়...

ছোটোখাটো কিছু ভুলে,
উড়ে যাওয়া ঝরা ফুলে,
ভাবনা আমার, আজও তোমার
হাওয়ায় বয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।

শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায়...

প্রিয় মানুষ ওড়ায় ফানুস,
বুকের আশেপাশে ।
ইচ্ছে করে যায় কি ভোলা,
তাকে অনায়াসে ।

নানা ভাঙা স্বপ্ন হাজার
আঘাত সয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।

শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায়...

চেনা আলো, জানে ভালো
মেঘলা দিনের মানে ।
সকল চাওয়া, হয় কি পাওয়া
অবুঝ পিছুটানে ।

রঙে বোনা গল্প আহা,
ব্যথায় ক্ষয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।

অনেক কিছু, অনেক ভাবে
আড়াল হয়ে যায় ।
শুধু তোমার স্মৃতিটুকু,
মনে রয়ে যায় ।

তোমার স্মৃতিটুকু লিরিক্স:

Onek kichhui, onek bhabe
Araal hoye jaai.
Shudhu tomar smrity tuku
Mone roye jai.

Chhoto khato kichhu bhule,
Urey jawa jhora phule,
Bhabna amar, aajo tomar
Hawai boye jai.
326404665953066090

TRENDING NOW

326404665953066090