Kon Gopone Lyrics

Kon Gopone Lyrics From Brahma Janen Gopon Kommoti


Song: Kon Gopone
Singer: Surangana Bandyopadhyay
Movie: Brahma Janen Gopon Kommoti
Music & Lyrics: Anindya Chatterjee
Starring: Ritabhari Chakraborty


Kon Gopone song is sung by Surangana Bandyopadhyay. This song is from the movie "Brahma Janen Gopon Kommoti". Music composed by Anindya Chatterjee. Lyrics is also written by him. Kon Gopone Lyrics. Kon Gopone Song Lyrics.

কোন গোপনে গানটি গেয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। গানটি হল "ব্রহ্মা জানেন গোপন কম্মটি" সিনেমার গান। গানটির সুরকার হলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কোন গোপনে গানের কথা। 

Kon Gopone song Lyrics in Bengali:


কোন গোপনে মন পুড়েছে,
বৃষ্টি থামার পরে;
আমার ভিতর ঘরে ।

নয়ন কালো মেঘ জমালো,
ঝিনুকের অন্তরে;
আমার ভিতর ঘরে ।

কোমল ধানের শীষে,
দুঃখরা যায় মিশে ।
সুখ পাখি কার্নিশে,
হারায় অগোচরে ।

দিন খুঁজে যাই,
দিন আসে না;
রাত আসে রাত করে
আমার ভিতর ঘরে ।

অবুঝ চোখের তারায়,
অন্ধ কাজল হারায় ।
একফালি হাত বাড়ায়,
শান্ত চরাচরে ।

সোনার কাঁকন,
কোন সে আপন,
মুখ লুকায়ে প্রান্তরে;
আমার ভিতর ঘরে ।

কোন গোপনে মন পুড়েছে,
বৃষ্টি থামার পরে;
আমার ভিতর ঘরে ।

আমার ভিতর ঘরে...
সে কি আমার ভিতর ঘরে...

কোন গোপনে গানের লিরিক্স ব্রহ্মা জানেন গোপন কম্মটি সিনেমা থেকে:


Kon gopone mon purechhe,
Bristi thamar pore,
Amar bhitor ghawre.

Noyon kalo megh jomalo,
Jhinuker ontore,
Amar bhitor ghawre.

Komol dhaner shishe,
Dukkhyo ra jai jashe.
Sukh pakhi karnishe,
Haray ogochore.
326404665953066090

TRENDING NOW

326404665953066090