Tui Chol Lyrics From Brahma Janen Gopon Kommoti
Song: Tui CholSinger: Somlata
Movie: Brahma Janen Gopon Kommoti
Music & Lyrics: Anindya Chatterjee
Cast: Ritabhari Chakraborty
Tui Chol song is from the movie "Brahma Janen Gopon Kommoti". This song is sung by Somlata. Music composed by Anindya Chatterjee. He also wrote the Lyrics.
Tui Chol Song Lyrics in Bengali:
যে মেয়েটির, লুকোনো তির
সঠিক তাক, করেছে পন ।
সে মেয়েটির, লাগেনা ভিড়
একাই হয়ে যায় একশো জন ।
যে মেয়েটির, কথার ধার
লাফিয়ে পার, হিংসে ঢেউ ।
সে মেয়েটার, আমিও তার
পাশে হাঁটার, গোপন কেউ ।
কথা বলবে সে কাদের,
কিছু ভুল আর্তনাদের ।
ভাষা বলবে কি তাদের
প্রতিবাদের, পাশে তাদের
তুই চল, এগিয়ে চল
নিয়ে শপথ, অগ্নিজল ।
তুই বল, চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্র বল ।
আগামী ডাক দিলো তাকে,
এখনই হয়েছে সময় ।
বাতিল নিয়মের ফাঁকে,
আলোরা হাসে নিশ্চয় ।
যে মেয়েটির, লক্ষ্য স্থির
ভেঙে প্রাচীর, জেতার পন ।
সে মেয়েটার, তুমিও তার
খুব চেনা আপনজন ।
কথা বলবে সে কাদের,
কিছু ভুল আর্তনাদের ।
ভাষা বলবে কি তাদের
প্রতিবাদের, পাশে তাদের
তুই চল, এগিয়ে চল
নিয়ে শপথ, অগ্নিজল ।
তুই বল, চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্র বল ।
তুই চল লিরিক্স, ব্রহ্মা জানেন গোপন কম্মটি:
Je meyetir, lukono tir
Sothik taak, korechhe pon.
Sey meyetir, lagena bhir
Ekai hoye jai eksho jon.
Kotha bolbe sey kader,
Kichhu bhul aartonader.
Bhasa bolbe ki tader
Protibader... Pashe tader.
Tui Chol, egiye chol
Niye shopoth, ogni jol.
Tui bol, chenchiye bol
Jitey jawar, montro bol.