Amar Tobu Akash Thake Baki Lyrics by Mahtim Shakib
Song : Amar Tobu Akash Thake BakiLyrics : Tanim Jaber
Tune : Mahtim Shakib Rahaman
Composition : Linkon & Sohag
Mix n Master's: Sohag Chakraborty
Amar Tobu Akash Thake Baki Song Lyrics in Bengali:
আমার তবু আকাশ থাকে বাকি,
আমার তবু হয়না তারা গোনা ।
তোমার যত কান্না ছিল মেঘে আমার,
ছিল এক সাগর সম নোনা ।
ফাঁকি আকাশে, ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি ।
গল্পে পাখির হয়না মরণ,
বাকির খাতা শূণ্য ফাঁকি ।
তোমার ছিল ভাত শালিকের গল্প,
আমার ছিল ছোট্ট পোষা ময়না ।
আমার তবু রাত্রি বাকি অল্প,
তোমার তবু একটু সময় হয়না ।
ফাঁকি আকাশে, ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি ।
গল্পে পাখির হয়না মরণ,
বাকির খাতা শূণ্য ফাঁকি ।
আমার তবু আকাশ থাকে বাকি লিরিক্স মাহতিম শাকিব:
Amar tobu akash thake baki,
Amar tobu hoyna tara gona.
Tomar joto kanna chhilo meghe,
Amar chhilo ek sagor somo nona.
Phanki akashe, phanki jibon
Icche kore tomay chhunye dekhi.
Golpe pakhir hoyna moron,
Bakir khata shunnyo phanki.