Aye Dekhe Jaa Lyrics Arijit Singh

Aye Dekhe Jaa Lyrics By Arijit Singh From Love Aaj Kal Porshu

Song: Aye Dekhe Jaa
Singer: Arijit Singh
Movie: Love Aaj Kal Porshu
Music: Arindom
Lyrics: Prasen
Cast: Arjun Chakraborty, Madhumita, Paoli Dam

Aye Dekhe Jaa song is sung by Arijit Singh. This song is from the movie "Love Aaj Kal Porshu". The music composed by Arindom. Lyrics written by Prasen.

Aye Dekhe Jaa Song Lyrics in Bengali:


আজকের সাদা গুলো, কালো কাল ।
কালকের কালো গুলো, পরশু ছাই ।
আজকের ভালো গুলো, সব উধাও ।
কালকের দিনগুলোয়, ফিরতে চাই ।

আঁধার মতো, জটিল জীবন
ঘোঁচাতে কি চাই?
সাপের মতো প্রশ্ন হাজার
ঘিরে ঘিরে ধরছে আমায় ।

আয় দেখে যা,
আড়ালে লুকোনো অতীত ।
আয় দেখে যা,
অকালে নড়ে গেছে ভিত ।

উড়তে চাওয়া যে মানা,
ভেঙে গিয়েছে দু'ডানা ।
আয় দেখে যা,
দেওয়ালে ঠেকে গেছে পিঠ ।

বিপদের নামতা পড়ে,
মাথায় চড়ে রাগ ।
দু'হাতে কালশিটে আর
মাথায় কালো দাগ ।

এখন আর ফিরবো নারে,
তুফান হলে হোক ।
সময়ের দুর্বিপাকে
লালচে হল চোখ ।

ভাবছি বসে, কোন সে দোষে
কোথায় হল ভুল ।
কাঁদতে মানা, যতই জীবন
গুনে গুনে নিক না মাশুল ।

আয় দেখে যা,
আড়ালে লুকোনো অতীত ।
আয় দেখে যা,
অকালে নড়ে গেছে ভিত ।

উড়তে চাওয়া যে মানা,
ভেঙে গিয়েছে দু'ডানা ।
আয় দেখে যা,
দেওয়ালে ঠেকে গেছে পিঠ ।

আয় দেখে যা গানের লিরিক্স অরিজিৎ সিং:


Aajker saada gulo, kalo kaal.
Kalker kalo gulo, porshu chhai.
Aajker bhalo gulo, sob udhao.
Kalker din guloi, phirtey chai.

Andhar moto, jotil jibon
Ghonchate ki chai?
Saaper moto, proshno hazar
Ghire ghire dhorchhe amay.

Aye Dekhe Jaa,
Araley lukono oteet.
Aye Dekhe Jaa,
Okale norey gechhe bheet.
326404665953066090

TRENDING NOW

326404665953066090