Dube Dube Lyrics by Tanjib Sarowar
Dube Dube Lyrics In Bengali:
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো..
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি..
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি..
এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে,
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে..
আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে . . .
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
খুলে দেবো চুলে রেখে হাত...
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো..
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি..
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি..
ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি..
আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে . . .
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
খুলে দেবো চুলে রেখে হাত...
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো..
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি..
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ডুবে ডুবে লিরিক্স - তানজীব সারওয়ার :
Kache na eshe valo bashbona
Durotto ki valobasa barai
Naki choley jaowar bahana banai
Durer akash nil theke lal
Golpota purono
Dube dube valobashi
Tumi na bashleo ami basi
Dube dube bhalobashi
Tumi na bashleo ami basi.