Ekta Premer Gaan Likhechi Lyrics from Paglu 2
Ekta Premer Gaan Likhechi Song Lyrics In Bengali:
আর তাতে তোর নাম লিখেছি
মাঝরাতে বদনাম হয়েছে মন।
যেইনা চোখের ইচ্ছে হলো
তোর পাড়াতে থাকতে গেল
ডাক নামে তোর ডাকতে গেলো মন
কি করি এমন অসুখে,
জমেছে মরণ এ বুকে।
একটা প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝরাতে বদনাম হয়েছে মন।
কি করি এমন অসুখে,
জমেছে মরণ এ বুকে।
যা চাওয়ার চেয়ে নে
যা পাওয়ার নিয়ে নে
যা হওয়ার হয়ে নে আজকে।
এ দিন বেসামাল
তোর স্বস্তি নাজেহাল
দেখে কষ্ট হলো কাল
ঝরটাকে...
ও তাইতো প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝ রাতে বদনাম হয়েছে মন।
যেইনা চোখের ইচ্ছে হলো
তোর পাড়াতেই থাকতে গেলো
ডাক নামে তোর ডাকতে মন
কি করি এমন অসুখে
জমেছে মরণ এ বুকে।
যা বলার বলে যা
যা করার করে যা
যা ভাবার ভেবে যা আমাকে।
এই মনের কারণে
চাই হাজার বারনে
চাই হাওয়ায় উড়াতে ইচ্ছেটাকে।
ও তাইতো প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝ রাতে বদনাম হয়েছে মন।
যেইনা চোখের ইচ্ছে হলো
তোর পাড়াতেই থাকতে গেল
ডাক নামে তোর ডাকতে গেল মন।
কি করি এমন অসুখে
জমেছে মরণ এ বুকে।
একটা প্রেমের গান লিখেছি লিরিক্স - জিৎ গাঙ্গুলী:
Ar tate tor naam likhechi
Majhraate bodnam hoyeche mon..
Jeina choker icche holo
Tor parate thakte gelo
Dakname tor dakte gelo mon..
Ki kori emon osukhe
Jomeche moron e buke..
Ekta premer gaan likhechi
Ar tate tor nam likhechi
Majhrate bodnam hoyeche mon
Ki kori emon osukhe
Jomeche moron e - buke.