Fagun Haway Haway Lyrics. ফাগুন হাওয়ায় হাওয়ায় লিরিক্স
Fagun Haway Haway Lyrics In Bengali:
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ।
তোমার অশোকে কিংশুকে
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
তোমার ঝাউয়ের দোলে..
মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপ সাগরের পাড়ের পানে উদাসী মন ধায়
পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপ সাগরের পাড়ের পানে উদাসী মন ধায়
তোমার প্রজাপতির পাখা,
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা
তোমার চাঁদের আলোয়...
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান।
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
ফাগুন হাওয়ায় হাওয়ায় লিরিক্স:
Tomar haway haway korechi je daan
Amar apon hara pran
Amar badhon chera prann
Tomar haway haway korechi je daan
Fagun haway haway korechi je daan
Tomar ashoke kingsukhe
Alokhyo rong laglo amar okaroner sukhe
Tomar jhauer doley..
Mormoriye othey Amar dukkho raater gaan..