Je Kawta Din Reprise Version Lyrics by Anupam Roy & Iman Chakraborty from Dwitiyo Purush
- Song : Je Kawta Din Reprise Version
- Movie : Dwitiyo Purush
- Singers : Anupam Roy & Iman Chakraborty.
- Music & Lyrics : Anupam Roy
- Recorded by : Subhranil Basu
- Mixed & Mastered by : Debojit Sengupta
Je Kawta Din Reprise Version song is sung by Anupam Roy & Iman Chakraborty. This song is from the movie Dwitiyo Purush. Music composed by Anupam Roy. The lyrics was also written by him .
Je Kawta Din Reprise Version Lyrics In Bengali :
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে...
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে ।
যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে ।
চিন্তার অনুপ্রবেশ রেজার ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে ,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকাল ডাকে এমনি ভবঘুরে ,
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই ।
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে ।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে ..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে ।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে ।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে ..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে ।
যে কটা দিন লিরিক্স - অনুপম রায়, ইমন :
Je Kota din tumi chile pashe
Ketechilo noukar pale chokh rekhe
Amar chokhe thonte gale tumi lege chile
Jetuku rod chilo lukono megh,
Bunechilam tomar sale valobasha
Amar angul haate kandhe tumi lege chile..
Chintar anuprobes rejar blade er share
Bindu bindu meshe sindhu srote bare
Mather prante je lok ekla banshir sure
Sokal bikal dake emni vobo ghure..
Sthaniyo songbade tai keu e sironame.