Je Kota Din Tumi Chile Pashe Lyrics by Saptarshi Mukherjee & Shreya Ghoshal
- Song: Je Kawta Din Tumi Chile Pashe
- Movie : Baishe Shrabon (2011 ) .
- Producer : SVF Entertainment Pvt. Ltd.
- Writer & Director : Srijit Mukherji
- Composer/lyricist : Anupam Roy
- Singers : Saptarshi Mukherjee & Shreya Ghoshal
Je Kota Din Tumi Chile Pashe Song is sung by Saptarshi Mukherjee & Shreya Ghoshal. This song is from the movie Baishe Shrabon. Music composed by Anupam Roy. Cast: Parambrata Chatterjee , Raima Sen.
Je Kota Din Tumi Chile Pashe Lyrics In Bengali:
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো ।
যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালোবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো ।
তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে,
তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল
শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে,
ট্রাফিকের এই ক্যকোফোনি ,
আমাদের স্বপ্ন চুষে খায় ।
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা,
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো ।
যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে,
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি,
যে যার নিজের দেশে,
আমারা স্রোত কুড়োতে যাই ।
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা,
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো ।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো ।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো ।
যে কটা দিন তুমি ছিলে পাশে - সপ্তর্ষি মুখার্জি, শ্রেয়া ঘোষাল :
Kheyechilo noukar paale chokh rekhe
Amar choke thonte gaale tumi lege acho
Amar choke thonte gaale tumi lege acho
Jetuku rod chilo lukono megh
Diye buni tomar sathe valobasha
Amar angul haate kandhe tumi lege acho
Jevabe joldi haat mekheche vat
Notun alur khosa ar ei valobasha
Amar deyal ghorir kantay tumi lege acho.