Keno Mon Haralo Lyrics by Shaan and Sonia Nusrat
Keno Mon Haralo Song Lyrics In Bengali:
আলো এলোমেলো কোন বাহানায়।
কেনো হাত বাড়ালো তোর বায়না গুলো
ভালোবাসা ছুঁলো আলতো টানায়।
এলো বেখেয়ালি দিন, হাওয়া মানছেনা আজ
বুকে দুলছে তোর টানাতে প্রেম জাহাজ।
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তোকে চাই কথা উড়াই বারেবার।
আমার তোর দিন রাতে
আগলেনে তুই, চাইনা কিছুই, অজুহাতে
আমার সব ঠিকানাতে
তোর সাহসে, ইচ্ছে ভাসে, ধরা দিতে।
চোখে বেপরোয়া ভয়,
তোকে চাইতে যে চায়
কেন গল্প থেমে থাকে কল্পনায়. .
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তোকে চাই কথা উরাই বারেবার।
কথায় রূপকথা তারা
চাইছে উড়ান, আজ অফুরান তোর কারনে,
এবার সত্যি হয়েই আর
থামছে না মন, আজ অকারণ, সাত বারনে।
এলো বেখেয়ালি দিন, হাওয়া মানছেনা আজ
বুকে দুলছে তোর টানাতে প্রেম জাহাজ..
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তোকে চাই কথা ওড়াই বারেবার ..
কেন মন হারালো লিরিক্স- সান, সোনিয়া :
Aalo elomelo kon bahanay
Keno haat baralo tor bayna gulo
Valobasha chulo alto tanai
Elo bekheyali din haouya manchena aaj
Buke dulche tor tanate prem jahaj
E naame se naame khola khame kotobar
Asole toke chai kotha urai barebar.