Kichu Kotha Lyrics by Tahsan & Mithila
Song : Kichu KothaSinger : Tahsan , Mithila
Lyrics: T i Antor
Tune & Music : Tahsan
Natok : Just Friends
Cast : Tawsif Mahbub, Sabika Nur
Director : Mahmudur Rahman Home
Language : Bangla
Label : Agniveena
Kichu Kotha song is sung by Tahsan & Mithila from Just Friends Drama. Music is composed by Tahsan. The lyrics was written by T i Antor.
Kichu Kotha Lyrics In Bengali :
কিছু কথা বলেছি তোমায়,
কিছু রেখেছি গোপন ।
কিছু ব্যাথা দেখেছো তুমি,
কিছু একান্ত আমার ।
কিছু স্বপ্ন হাওয়াই ওড়ে,
কিছু নিজের কাছে ।
কিছু চাওয়া ভীষণ পোড়ে,
কিছু বুকের মাঝে ।
সব কিছু কিছু পেয়ে গেলে,
পারো ভুলে যেতে ।
কিছু ভালোবেসেছি তাই,
কিছু রেখেছি হাতে ।
সব কিছু কিছু পেয়ে গেলে,
পারো ভুলে যেতে ।
কিছু ভালোবেসেছি তাই,
কিছু রেখেছি হাতে ।
কিছু কিছু দেইনি বলে
রেখোনা অভিমান ।
যেটুকু তুমি পাওনি যেনো,
সেইটুকুই মনের টান ।
কতকিছু বদলে যাবে,
সময়ের নিয়মে ।
এই কিছুটা থাকনা তোলা
আগামীর কোনো খামে ।
সব কিছু কিছু পেয়ে গেলে,
পারো ভুলে যেতে ।
কিছু ভালোবেসেছি তাই,
কিছু রেখেছি হাতে ।
কিছু কথা লিরিক্স - তাহসান, মিথিলা:
Kichu rekhechi gopone.
Kichu byatha dekhecho tumi
Kichu ekanto amar .
Kichu swopno hauyai ore
Kichu nijer kache.
Kichu chauya vison pore
Kichu buker majhe.
Sob kichu peye gele
paro vule jete.
Kichu valobeshechi tai
Kichu rekhechi haate.
Sob kichu peye gele
Paro vule jete..