Prothom Premer Gaan Lyrics

Prothom Premer Gaan Lyrics by Somak And Pijush

  • Song : Prothom Premer Gaan
  • Vocals : Mirchi Somak & Pijush Das
  • Music & Lyrics : Pijush Das
  • Director : Krish Bose
  • DOP : Subhajit Sil & Krish Bose
  • Production : The Bong Media
  • Executive Producers (Mirchi Bangla) : Mirchi Ayantika & Alto .

Prothom Premer Gaan song is sung by Mirchi Somak & Pijush Das , Associations with The Bong Studio brings to Prem Dot Com music special Vol 1. Music arrangements by Diptesh Chakraborty. Mixing, Mastering & Additional programming by Sayam Hazra.

Prothom Premer Gaan Song Lyrics In Bengali:


তুই রেখে দিলে আমি থেকে যেতে পারি
আর খামে ভরে ছায়াপথ রেখে যেতে পারি
ওই রাত জাগা তারা তোকে এনে দিতে পারি
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম...

তুই রাজি হলে চাঁদ মাটিতে নামাবো
তোর অযথা চোখের জল দুহাতে থামাবো
তোর হাসি খুঁজে দিতে জলে ডুবুরি নামাবো
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম...

এই প্রথম প্রেমের গান
তোর নামেই রেখে গেলাম,
এই প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম।

এই প্রথম প্রেমের গান
তোর নামেই লিখে গেলাম,
লিখে গেলাম, রেখে গেলাম।

তোর যতো কথা আছে শুনে যেতে পারি
আর খামোকা স্বপ্ন মনে বুনে যেতে পারি
আমি যেকোনো সুপারহিরো বনে যেতে পারি
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম।

তুই রাজি হলে রামধনু নীল হবে
রাতে একা একা শুতে খুব মুশকিল হবে
পরে জনগণনাতে বেশ গড়মিল হবে
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম।

এই প্রথম প্রেমের গান
তোর নামেই রেখে গেলাম,
এই প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম।

এই প্রথম প্রেমের গান
তোর নামেই লিখে গেলাম,
প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম,
রেখে গেলাম,থেকে গেলাম।

প্রথম প্রেমের গান লিরিক্স - মিরচি সোমাকে, পীযূষ :


Tui rekhe dile ami theke jete pari
Aar khane vore chayapoth rekhe jete pari
Oi raat jaga Tara toke ene dite pari
Son prothom prem, prothom prem..

Tui raji hole chand matite namabo
Tor ajotha choker jol duhaate thamabo
Tir hasi khunje dite jole duburi namabo
Son prothom prem, prothom prem...

Ei prothom premer gaan
Tor namei rekhe gelam,
Ei prothom premer gaan
Chitir gaan likhe gelam
326404665953066090

TRENDING NOW

326404665953066090