Tomari Abesh Lyrics by Mirchi Lajvanti & Hafiza
Tomari Abesh song is sung by Mirchi Lajvanti & Hafiza. Music & Lyrics by Hafiza.
Tomari Abesh Song Lyrics In Bengali:
আমি শহর জুড়ে, নেশাতুর সুরে
আজ খুঁজেছি তোমায়।
তুমি দাওনি যে সাড়া, মন দিশেহারা
আজ তোমার ঠিকানাই।
এত সহজে কেনো চলে যাওয়া যায়
বলো কতটা আদর, ফের ভালোবাসা যায়?
অনুভবে তোমার এই আবেশ,
কিছু গল্পের এই কাছে পাওয়া আবেশে
অন্য ঘর বেঁধেও, তারা যে হয়নি শেষ।
অনুভবে তোমার এই আবেশ,
অনুভবে তোমার আবেশ।
নীল আলোতে আবারো কি মাঝ রাতে শরীর ছুঁলো
শুধু পালিয়ে যাওয়া ভালোবাসা ডুকরে কাঁদে
আজ ফুটে বেড়াই ভালো থাকার অভিনয়
না ফুরানোর এই যন্ত্রণা থামাতে পারেনি তারা।
এত সহজে কেনো চলে যাওয়া যায়
বলো কতটা আদর, ফের ভালোবাসা যায়?
অনুভবে তোমার এই আবেশ,
কিছু গল্পের এই কাছে পাওয়া আবেশে
অন্য ঘর বেঁধেও, তারা যে হয়নি শেষ।
অনুভবে তোমার এই আবেশ,
অনুভবে তোমার আবেশ।
তোমারি আবেশ লিরিক্স, লাজবন্তি- হাফিজা:
Aaj khunjechi tomay
Tumi daoni je sara, mon dishehara
Aaj tomar thikanay.
Eto sohoje keno choley jaouya jai
Bolo kotota ador fer valobasha jai?
Anuvobe tomar ei abesh,
Kichu golper ei kache pauya abeshe
Onno ghor bedheo, tara je hoyni sesh
Anuvobe tomar ei abesh,
Anuvobe tomar abesh।