Valentines Day Bengali Poem 2020 Tumi Theko Pashe
Poem: Tumi Theko PasheWritten by: Suman
Bengali Love Poem Written On Valentine's Day. I wrote this poem in 2018. But Today I am going to share it with you guys.
ভালোবাসার কবিতা । প্রেমের কবিতা । আরও প্রেমের কবিতা পড়তে হলে এখানে ক্লিক করুন:
Valentines Day Poem in Bengali:
দুটো হৃদয়ের নৌকো পাশাপাশি,
পাল তুলে দেওয়ার ডাক এসেছে ।
দুটো মন খুঁজছে জলরাশি,
খুশিতে প্রেমের সাগরে ভেসেছে ।
বিপদ আসলে আসুক,
তারা সামলে নেবে ঠিক ।
এখানে ওরাই নাবিক,
হারাবে নাকো দিক ।
স্তব্ধ করে দেওয়া রাত্রি,
নজর রাখে সময়ের চাকায় ।
তুমি থাকবে আমার সাথি,
দেখি কে আটকায় ।
সেই যে তুমি বলেছিলে,
ছাড়বে নাকো এ দু'হাত ।
মনে রেখো তা সারা জীবনই,
তোমাকে ছাড়া কাটবে না আমার দিন-রাত ।
কী পেয়েছো আর কী পাওনি,
তার হিসেব রাখো তুলে ।
মিলিয়ে নেবে তা কোনো একদিন,
জমে থাকা অভিমান ভুলে ।
এখন সময় ভালোবাসার,
গন্তব্য আমাদের স্থির ।
তোমাকে ছাড়া আমার এ নৌকো,
খুঁজে পাবে নাকো তীর ।
তুমি থেকো পাশে...
বরফ পড়ার সেই রাতে ।
তুমি থেকো পাশে...
মন খারাপের সেই রাতে ।
তুমি থেকো পাশে...
আলিঙ্গনের সেই ক্ষণে...
তুমি থেকো পাশে...
মুঠো বন্দী সুখের সেই মুহূর্তটাতে ।