Amar Ektarata Lyrics by Lagnajita Chakraborty
Song : Amar Ektarata (আমার একতারাটা)
Movie : Rawkto Rawhoshyo
Lyrics, Music & Arranged : Debdeep Mukhopadhyay
Guitar : Debdeep Mukhopadhyay
Recorded by : Adeel singh Manki
Mixed & Mastered by : Anindit Roy
Recorded at : Aural Workstation
Directed by : Soukarya Ghoshal
Amar Ektarata song is sung by Lagnajita Chakraborty. This song is from the movie 'Rawkto Rawhoshyo'. Lyrics, Music & Arranged by Debdeep Mukhopadhyay. Directed by Soukarya Ghoshal. Amar Ektarata Song Lyrics. Amar Ektarata Lyrics.
Amar Ektarata Lyrics In Bengali :
এই একতারাটার সুর গুলো খুব একা
তার কাঁচা আলোর গন্ধে,
ফেরার পথে দেখা হলে নেশার মতো দুহাত
শুধু কালবৈশাখী চাই,
ওই সিড়ি ভাঙ্গা অঙ্ক গুলো
ডোবালো আমায় ।
এর চেয়ে বেশি কি
বলো আর চাইতে পারি?
ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও
অন্ধকারও উড়িয়ে দিলে হাত পাখারা
যদি পারো আমায় ভালোবাসতে শেখাও ।
আবার উড়বো বলে চাইছি দুটো ডানা
বলো মেঘ না হয়ে থাকবে কতক্ষন ?
আমরা যেমন নীল কাগজের নৌকা বানাই
আমরা ভাঙতে থাকি ।
এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি?
ভাবি প্রমাণ কি আর করবে অপেক্ষা
অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে
যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও ।
আমার ফুল খেলা ঘর বাঁধলো ঠোঁটে বিচ্ছিরি গান
তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো
এই বুকের ভিতর নরম আলো পাস ফিরে থাক ।
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত ।
আমার একতারাটা লিরিক্স - লগ্নাজিত চক্রবর্তী :
Ei ektaratar sur gulo khub eka
Tar kancha alor gondhe
Pherar pothe dekha hole
Neshar moto du haat
Sudhu kal boishaki chai
Oi siri vanga onko gulo
Dobalo amay .
Er cheye beshi ki
Bolo ar chaite pari
Vabi proman ki ar
Korbe sorolrekhao
Ondhokarou uriye dile
haat pakhara
Jodi paro amay
Valobashte sekhao .