Briddhashram Lyrics by Nachiketa Chakraborty
• Song : Briddhashram• Singer : Nachiketa Chakraborty
• Music Director : Nachiketa Chakraborty
Briddhashram song is sung by Nachiketa Chakraborty . Music director is Nachiketa Chakraborty.
Briddhashram Song Lyrics In Bengali:
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার ।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সব চেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি ।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ।
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ।
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ।
ওর বাবার ছবি, ঘড়ি , ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিল, কাকে খেলো পোষা বুড়ো ময়না
স্বামী স্ত্রী আর alsatian জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ।
নিজে হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম," আমি না থাকলে রে কি করবি বোকা"?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদেনা , নেই বুঝি আর মনে
ছোট্টবেলার স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম...
বৃদ্ধাশ্রম লিরিক্স - নচিকেতা চক্রবর্তী :
Chele amar mosto manush mosto officer
Mosti flat -e jaina dekha epar opar
Chele amar mosto manush mosto officer
Mosti flat -e jaina dekha epar opar
Nanan rokom jinis ar asbab dami dami
Sobcheye kom dami chilam ekmatroami
Cheler amar amar proti ogadh somvrom
Amar thikana tai briddhashram.
Amar byaboharer sei almari ar ayna
Osob naki bes purono flat -e rakha jay na
Amar byaboharer sei almari ar ayna
Osob naki bes purono flat -e rakha jay na.