Fagune Agun Dia Jao Lyrics

Fagune Agun Dia Jao Lyrics by Deepmoy Das


• Song : Fagune Agun Dia Jao
• Vaocal, Lyrics & Tune : Deepmoy Das
• Arrangements : Rrivu Anon
• Guitar : Rrivu Anon
• Khanak : Bama Prasad Singh
• Production : Music Barrack
• DOP : Trayajit
• Direction : Anirban
• Studio : Nouvel age studio, Crossfade Studio
• Label : Folk Studio Bangla

Fagune Agun Dia Jao Song Lyrics In Bengali:


ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও
আরে বইসা আছি তোমার তরে,
আইসা আমায় লইয়া যাও
ফাগুনে আগুন দিয়া যাও ,
ফাগুনে আগুন দিয়া যাও ।

পলায় আমি যামু না,
পলায় আমি যামু না
পিরিত কইরা ভালোবাইসা
একলা রইতে পারুম না ,
পলায় আমি যামু না ।

প্রথম দেখার দিনের থেকে
বুক বেঁধেছি ভালোবাসায়,
বসন্তের এই উদাস বিকেল
বন্ধু আমি তোমার আশায় ।

সহজ আমি সরল তুমি
সবুজ ধানের গন্ধ তুমি ,
পলাশ রাঙা প্রেমের মতো
শরীর জুড়ে শীতল তুমি ।

ডুব ডুব ফাগুন হাওয়ায়
ভালোবাসার শান্ত ছাওয়ায়,
এক জীবন এপার ওপার
আমায় তুমি কথা দাও,
এ ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও ।
আরে বইসা আছি তোমার তরে. .
আইসা আমায় লইয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও ।

ফাগুনে আগুন দিয়া যাও লিরিক্স - দীপময় দাস :


Fagune  agun diya jao
Fagune agun diya jao
Are boisa achi tomar tore,
Aisa amay loiya jao
Phagune agun diya jao
Fagune agun diya jao.

Polay ami jamu na
Polay ami jamu na
Pirit koira valobaisa
Ekla roite parum na
Polay ami jamu na.

Prothom dekhar diner theke
Buk bendhechi valobasai
Bosonter ei udas bikel
Bondhu amai tomar ashai.

326404665953066090

TRENDING NOW

326404665953066090