Shopner Shohore Lyrics

Shopner Shohore Lyrics by Pallaby Roy and Ahmed Muneef

  • Song : Shopner Shohore
  • Singer : Pallaby Roy and Ahmed Muneef
  • Lyrics & Tune : Rumman Hossain
  • Music : Subhro Raha
  • Cast : Afran Nisho & Tanjin Tisha
  • Label : Dhruba Music Station

Shopner Shohore Lyrics In Bengali:


তুমি তো সেই যাকে আমি চাই
কেন এভাবে তোমার হতে চাই
তুমি এভাবে হেসো না
হৃদয়ের পাতায় তোর নাম লিখেছি
মনের শহরে রামধনু এঁকেছি
মন বলে তাকে ডেকোনা ।

এই স্বপ্নের শহরে হাঁটবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে,
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে ।

তোর জন্য আমি ছিলাম অপেক্ষায়
এসে গেলি তুই,
আমাকে বুকে জড়িয়ে
গল্প বলে দে তুই,
তোর চোখের ওই ঝিলিমিলি দৃশ্য
ভালোলাগে যে খুব
বলিস কথা আমার পাশে
আমি হয়ে থাকি চুপ ।

তোর জন্য আমি ছিলাম অপেক্ষায়
এসে গেলি তুই,
আমাকে বুকে জড়িয়ে
গল্প বলে দে তুই,
তোর চোখের ওই ঝিলিমিলি দৃশ্য
ভালোলাগে যে খুব
বলিস কথা আমার পাশে
আমি হয়ে থাকি চুপ ।

তোর হাতে হাত দিয়ে
ভালোবাসা বোঝাবো
তোকে নিয়ে রূপকথার
আমি চিঠি লিখবো ।

এই স্বপ্নের শহরে হাঁটবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে,
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে ।

স্বপ্নের শহরে লিরিক্স :


Tumito sei jake ami chai
Keno evabe tomar hote chai
Tumi evabe hesona
Hridoyer patai tor nam likhechi
Moner sohore ramdhonu ekechi
Mon bole take dekona
Ei swopner sohore hatbo tor sathe
326404665953066090

TRENDING NOW

326404665953066090