Tui Boro Beiman Re Bondhu Lyrics by Samz Vai
• Lyrics & Tune : Samz Vai
• Guitar : Shihab Rayhan
• Music : Ankur Mahamud
• Starring: Mahim, Lamima Lam, sayeem
• DOP: Rajon Romm
• Edit : Imratul Islam
• Label : Eagle Music
• Directed by Eagle Team.
Tui Boro Beiman Re Bondhu song is sung by Samz Vai. Music is composed by Ankur Mahmud. Starring : Mahim, Lamima Lam , Sayeem . The lyrics was written by Samz Vai .
Tui Boro Beiman Re Bondhu Song Lyrics In Bengali:
আমার সাধের রঙিন স্বপ্ন গুলা
কাইড়া নিলো কে,
আমারে ভুইলা গিয়া
ভালোই আছে সে ।
আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে,
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উড়ায় দিলাম কইয়া গানে গানে ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান ।
ও....কাটছে সময় ব্যস্ত সুখে
মগ্ন নতুন মায়ায়,
দিন কাটে তোর কার ভাবনায়
চলিস কার ইশারায় ?
যায়না ভোলা কোনো স্মৃতি
কেমনে পারলি তুই?
এখন মনের দুঃখ , মনের কথা
করে আমি কই ?
যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে
আমি শুকনো পাতার মতো ঝরবো তাহলে ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান ।
তোর আশায় আশায় দিন গেলো ফুরিয়া
কি পেলাম তোরে ভালবাসিয়া ?
আমার এ মন জানে
কতটা গেঁথে আছিস হৃদয়টা জুড়ে ।
ভালোবেসে তোরে
অবশেষে রইলাম আমি একা ঘরে,
দিন কাটেনা রাত নির্ঘুম তোর ভাবনায়
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায় রে,
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায় ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান ।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান ।
তুই বড় বেইমান রে বন্ধু লিরিক্স :
Kaira nilo ke?
Amare vulai giya
Valoi ache se.
Amar agochalo jibonta
Guchai dibo ke ?
Harano sob valobasa
De firaiya de.
Vuila geli amare tui
Notun kono tane,
Kosto gula urai dilam
Koiya gaane gaane .