Cafeteria Periye Lyrics


Cafeteria Periye Lyrics by Shironamhin Band


• Song : Cafeteria Periye
• Band : Shironamhin
• Lyrics & Compose : Ziaur Rahman Zia
• Director : Ashraf Shishir
• DOP : Samar Dhali
• Editing & Color Grading : Shabbir Mahmood

Cafeteria Periye song is sung by Seikh Ishtiaque from Shironamhin Bangla Band.
 The lyrics was written by Ziaur Rahman Zia.

Cafeteria Periye Song Lyrics In Bengali :


ক্যাফেটেরিয়া পেরিয়ে
বিদায়ী মঞ্চ সাজিয়েছে কৃষ্ণচূড়া,
যেখানে জমে থাকা গল্প
অথবা বেঁচে থাকা ভালোবাসা ।

বুড়ো কবিতায় ,  মনে পড়ে যায়
কখনো আড্ডা, অযথা সেলফি, ক্লান্ত সন্ধ্যা
তারুণ্যের উচ্ছ্বাসে
সেইদিন আর ফিরবে না আজ
হারিয়ে যাবার ছিল না মানা
ক্যাম্পাসের ঝড় রকিং কনসার্ট
ইচ্ছে ঘুড়ি মেলতো ডানা ।

বন্ধু, আজ মনে পড়ে যায়
শত ধারালো গল্পে
নির্ঘুম রাত কেটে ভোর,
কখনো billgates
অথবা হেডফোনে dire straits
যদিও অর্ধেক অ্যাসাইনমেন্ট
জুড়ে শব্দগুলো মিনিংলেস
উড়ে বেড়ায় ।

ক্যাফেটেরিয়া পেরিয়ে
এখনো থমকে দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়া,
যেখানে জমে থাকা গল্প
নিরবে হারিয়ে যাওয়া ভালোবাসা ।

ক্যাফেটেরিয়া পেরিয়ে লিরিক্স - শিরোনামহীন ব্যান্ড :


Cafeteria Periye
Bidayi moncho sajiyeche krishnochura
Jekhane jome thaka golpo
Othoba benche thaka valobasha.

Buro kobitay mone pore jay
Kokhono adda ojotha selfie
Klanto sondhya tarunner ucchash
Sei din ar firbena aj
326404665953066090

TRENDING NOW

326404665953066090