Cafeteria Periye Lyrics by Shironamhin Band
• Song : Cafeteria Periye
• Band : Shironamhin
• Lyrics & Compose : Ziaur Rahman Zia
• Director : Ashraf Shishir
• DOP : Samar Dhali
• Editing & Color Grading : Shabbir Mahmood
Cafeteria Periye song is sung by Seikh Ishtiaque from Shironamhin Bangla Band.
The lyrics was written by Ziaur Rahman Zia.
Cafeteria Periye Song Lyrics In Bengali :
ক্যাফেটেরিয়া পেরিয়ে
বিদায়ী মঞ্চ সাজিয়েছে কৃষ্ণচূড়া,
যেখানে জমে থাকা গল্প
অথবা বেঁচে থাকা ভালোবাসা ।
বুড়ো কবিতায় , মনে পড়ে যায়
কখনো আড্ডা, অযথা সেলফি, ক্লান্ত সন্ধ্যা
তারুণ্যের উচ্ছ্বাসে
সেইদিন আর ফিরবে না আজ
হারিয়ে যাবার ছিল না মানা
ক্যাম্পাসের ঝড় রকিং কনসার্ট
ইচ্ছে ঘুড়ি মেলতো ডানা ।
বন্ধু, আজ মনে পড়ে যায়
শত ধারালো গল্পে
নির্ঘুম রাত কেটে ভোর,
কখনো billgates
অথবা হেডফোনে dire straits
যদিও অর্ধেক অ্যাসাইনমেন্ট
জুড়ে শব্দগুলো মিনিংলেস
উড়ে বেড়ায় ।
ক্যাফেটেরিয়া পেরিয়ে
এখনো থমকে দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়া,
যেখানে জমে থাকা গল্প
নিরবে হারিয়ে যাওয়া ভালোবাসা ।
ক্যাফেটেরিয়া পেরিয়ে লিরিক্স - শিরোনামহীন ব্যান্ড :
Bidayi moncho sajiyeche krishnochura
Jekhane jome thaka golpo
Othoba benche thaka valobasha.
Buro kobitay mone pore jay
Kokhono adda ojotha selfie
Klanto sondhya tarunner ucchash
Sei din ar firbena aj