Ei Kache Ei Dure Lyrics

Ei Kache Ei Dure Lyrics by Subhamita Banerjee

  • Song : Ei Kache Ei Dure
  • Singer : Subhamita Banerjee
  • Lyrics & Composition : Bhaswar Bhattacharya
  • Script & Direction : Sourav Choubey ONS
  • DOP : Subhadeep Bag
  • Producer : Shankar Halder
  • Label : Suchitra Music

Ei kache Ei Dure song is sung by Subhamita Banerjee. Music composed by and song lyrics n bengali written by Bhaswar Bhattacharya.

Ei Kache Ei Dure Lyrics In Bengali :


এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে ,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষণ্ণতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে ।
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে ।

রাত্রি জানে এই শহরের
‌কোথায় আলো আর কোথায় আঁধার ,
তেমনি এ মন করে আয়োজন
কিছু হাসি কিছুটা কাঁদার ।

সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে,
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে. .
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে ।

এ মন জুড়ে কথাদের ভিড়ে
কোথায় কোনো গল্প থাকে,
যেমন পথ হারানো নদী
সাগর স্বপন জমায় বাঁকে ।

প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে ,
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে . .

এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষণ্ণতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে ,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে ।

এই কাছে এই দূরে লিরিক্স - শুভমিতা ব্যানার্জী :


Ei kache ei dure
Sur bhule onno sure
Bishonnotar arale lukano
Sukher hodis e mon jure
Ratri jane ei sohore
Kothay aalo ar kothay andhar
Temni e mon kore ayojone
Kichu hasi kichuta kandar
Sarajibon jalai somoy
Sukher pradip dukher ghore.
326404665953066090

TRENDING NOW

326404665953066090