Seshbarer Moto Toke Chai Lyrics by Pragya Dutta
• song : Seshbarer Moto• singer : Pragya Dutta
• Music & Lyrics : Pratik Kundu
• Director : Krish Bose
• DOP : Subhajit Sil
• Edit and Colour : Sanjoy Dasgupta
• Producer : The Bong Media
• Chief AD : Supayan Das
• Label : The Bong Studio
Seshbarer Moto Toke Chai Song is sung by Pragya Dutta from The Bong Studio Originals. Music composed by and song lyrics in bengali written by Pratik Kundu.
Seshbarer Moto Toke Chai Song Lyrics In Bengali :
যদি ভেজা চোখ অনুরোধ
রাগে আজ পিছুটানে বারবার,
খুব আবেগে জড়ানো
রংচটা বেমানান উপহার ।
স্মৃতি ধ্বংসস্তূপে বয়ে যাওয়া
নিথর ওই নদীটার কাছে,
শেষবারের মতো তোকে চাই ।
স্মৃতির কবর খুঁড়ে
রেখে যায় ভালোবাসা
একলা নীরবে দূরে
পেতে চায় ভালোবাসা ।
আজও জানি আমি অভিমানী ইচ্ছেরা
ফিরবে না ঘরে আর,
চেনা মুহূর্ত ভিড়ে দূরত্ব বেড়ে
যোগাযোগ মুছে যাবে সবই তার ।
তবু স্মৃতি পথে দেখা হলে
চেনা কোনো আদর ছুঁয়ে
শেষবারের মতো তোকে চাই ।
যদি ভিড়ের মাঝে শূন্য লাগে
জেনে রেখো সবার আগে
খবর পাবো আমি,
আজ সাজলে শহর তোমার সাজে
ভোরের পাখি জাগার আগে
খবর পাবো আমি ।
আমি হাসিমুখে ভেজা চোখে
করে যেতে পারি আজও অভিনয় ,
ব্যাথা জমে থাকে তোকে নিয়ে লেখা গানে
সুরে আর কবিতায় ।
মৃত ভালোবাসা তবু কেন অভ্যাসে
জমে থাকা অধিকার,
শেষবারের মতো তোকে চাই,
শেষবারের মতো তোকে চাই ।
শেষবারের মতো তোকে চাই লিরিক্স :
Jodi veja chok onurodh
Rakhe aaj pichutane barbar
Khub abege jorano
Rongchota bemanan upohar
Smriti dhongsostupe boye jaouya
Nithor oi nodi tar kache
Sesh barer moto toke chai....