Aam Gache Aam Fole Kumro Fole Chale Lyrics
- Song: Amay Diyo Call
- Voice & Lyrics: Ripon Da
- Composer: Dj Alvee
- Starring: Full Ajaira Team
Aam Gache Aam Nei Song is sung by Ripon Da. Music composed by Dj Alvee.
Amay Diyo Call Song Lyrics in Bengali:
আম গাছে আম ফলে,
কুমড়ো ফলে চালে ।
দূর থেকে কিস দিলাম,
তুলে নাও গালে ।
বৃষ্টি পড়ে টুপুর টাপুর
মুক্কুশ মাথায় দিয়ে,
দরজা খুলে দেখুম যারে
করুম তারে বিয়ে ।
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত
ঢিল কেন মারো?
তোমার সাথে প্রেম নেই
চোখ কেনো মারো?
রাজার যেমন রাজ্য থাকে
আমার আছো তুমি
তোমায় ছাড়া কেমনে আমি
থাকি ভালো?
আমার এই জীবনে?
সুখটুকু কেড়ে নিয়ে
জল দিলে দুই নয়নে
ভালো তোমায় বেসেছিলাম
অনেক আশা করে
মনটা আমার ভেঙ্গে দিলে
সেটা কি করে?
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত
মাছ আমি ধরবোই
প্রেম যখন করেছি
বিয়ে আমি করবো