Aam Gache Aam Nei Lyrics

Aam Gache Aam Fole Kumro Fole Chale Lyrics

  • Song: Amay Diyo Call
  • Voice & Lyrics: Ripon Da
  • Composer: Dj Alvee
  • Starring: Full Ajaira Team

Aam Gache Aam Nei Song is sung by Ripon Da. Music composed by Dj Alvee.

Amay Diyo Call Song Lyrics in Bengali:


আম গাছে আম ফলে,
কুমড়ো ফলে চালে ।
দূর থেকে কিস দিলাম,
তুলে নাও গালে ।

বৃষ্টি পড়ে টুপুর টাপুর
মুক্কুশ মাথায় দিয়ে,
দরজা খুলে দেখুম যারে
করুম তারে বিয়ে ।

বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত

আম গাছে আম নেই
ঢিল কেন মারো?
তোমার সাথে প্রেম নেই
চোখ কেনো মারো?
রাজার যেমন রাজ্য থাকে
আমার আছো তুমি
তোমায় ছাড়া কেমনে আমি
থাকি ভালো?

আম গাছ, জাম গাছ
কাঁঠাল গাছ, লিচু গাছ
আজকালকার মেয়েরা বেশিরভাগ
চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ...

কেন তুমি এসেছিলে
আমার এই জীবনে?
সুখটুকু কেড়ে নিয়ে
জল দিলে দুই নয়নে
ভালো তোমায় বেসেছিলাম
অনেক আশা করে
মনটা আমার ভেঙ্গে দিলে
সেটা কি করে?

বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত

জলে যখন নেমেছি
মাছ আমি ধরবোই
প্রেম যখন করেছি
বিয়ে আমি করবো

আমায় দিও কল লিরিক্স:


Aam Gache Aam Fole
Kumro Fole Chale,
Dur theke kiss dilam
Tule nao gale.

Brishti pore tupur tapur
Mukkush mathay diye,
Dorja khule dekhum jare
Korum tare biye.

Bondhu tumi eka holey
Amay diyo dak,
Tomar sathe golpo korbo
Ami sara raat.

Aam Gache Aam Nei 
Dhil keno maro?
Tomar sathe prem nei
Chokh keno maro?

Rajar jemon rajyo thake
Amar achho tumi.
Tomay chara kemne
Ami thaki bhalo?
326404665953066090

TRENDING NOW

326404665953066090