Amar Kache Tumi Onnorokom Lyrics

Amar Kache Tumi Onnorokom Lyrics By Imran Mahmudul


  • Song: Amar Kache Tumi Onnorokom
  • Singer: Imran Mahmudul
  • Music: Imran Mahmudul
  • Lyrics: Mehedi Hasan Limon
  • Cast: Imran & Safa Kabir
  • Label: Central Music & Video [CMV]


Amar Kache Tumi Onnorokom Song is sung & composed by Imran Mahmudul. Lyrics written by Mehedi Hasan Limon.

Amar Kache Tumi Onnorokom Lyrics in Bengali:


বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুঝ আদরে
গল্পে সাজানো বায়না
আমি জানি, তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশী, প্রকাশ করি কম

তোমার হাসি খুশিতে সাজাই
আনমনে ইচ্ছেমতো
তুমি ছাড়া বোঝেনা কিছু্ই
মন আমার সে তো

কোনো কিছুই লাগেনা ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর
তোমায় এত ভালো

তোমাকে অনেক ভালোবেসেছিলাম, হয়তো প্রকাশ করতে পারিনি । তাইতো আমার ভালোবাসার আয়নায়, তুমি নিজের চেহারা কখনই দেখতে পাওনি । তোমার স্বপ্নপূরণের জন্য আমি নিজেই প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নিয়েছিলাম । আর সেই কথা কাউকে জানতে দিইনি, তোমাকেও না । কিন্তু তখনও বুঝিনি, জয়ের নেশা কতটা প্রবলভাবে তোমাকে গ্রাস করেছে । সেদিন তুমি শুধু আমার গান করার শক্তি কেড়ে নাওনি, কেড়ে নিয়েছ আমার নিজের মুখে একবার তোমাকে ভালোবাসি বলার সুযোগটুকু । তুমি আমাকে বোবা করলেও, আমার অনুভূতিকে বোবা করতে পারোনি । নিশ্চুপে আমি সবসময় ভালোবেসে যাব তোমাকে । কিন্তু কখনই তোমাকে ক্ষমা করতে পারবোনা, কখনোই না ।

আমার কাছে তুমি অন্যরকম - ইমরান মাহমুদুল:


Bojhate parini tomay ami
Koto ta bhalobasi
Tumi amar obujh adore
Golpe sajano bayna
Ami jani, tumio jano
E maya arr keu bojhena.

Amar kache tumi onnorokom
Bhalobashi beshi, prokash kori kom
326404665953066090

TRENDING NOW

326404665953066090