Baba Song Lyrics By Imran Mahmudul
- Song: Baba
- Drama: Upohar
- Singer: Imran Mahmudul
- Music: Marcell
- Lyrics: Shomeshwar Oli
- Cast: Afran Nisho, Mehazabien Chowdhury
- Label: CMV
Baba Song is sung by Imran Mahmudul. Music composed by Marcell. Lyrics written by Shomeshwar Oli.
Baba Song Lyrics in Bengali:
না বুঝে দিয়েছি তোমায় কত যে ব্যথা
বলো তুমি ছাড়া আর কি কেউ সয়বে তা
তোমায় কিছুই পারিনি দিতে
শিখেছি শুধুই নিতে
চাওয়া পাওয়ার পৃথিবীতে
তুমি তো স্বার্থের বিপরীতে
আমি বুঝিনি, আমি খুঁজিনি
তোমার সাদা মন, ও বাবা
সধারণ হয়েও তুমি অসাধারণ
তুমি আমায় হাতে কলমে কত কি শেখালে
চেনা জগতের বাইরে কত কি দেখালে
আজ সবকিছু জানি, তোমার চোখে পানি
ভাবনি তোমার দুখের ধন হবে তোমার দুঃখের কারণ
বাবাকে নিয়ে গান - ইমরান মাহমুদুল:
Na bujhe diyechi tomay koto je byatha
Bolo tumi chara arr ki keu soibe taa
Tomay kichui parini ditey
Shikhechi shudhui nitey
Chaowa poawa prithibi te
Tumi toh swarther biporite
Ami bujhini, ami khunjini
Tomar sada mon, o baba
Sadharon hoyeo tumi osadharon