Bhalobashi Maa Song Lyrics by Imran Mahmudul
- Song: Bhalobashi Maa
- Singer: Imran Mahmudul
- Music: Imran Mahmudul
- Lyrics: Nushrat Jahan Afrin
Bhalobashi Maa song is sung & composed by Imran Mahmudul. Lyrics written by Nushrat Jahan Afrin.
Bhalobashi Maa Lyrics in Bengali:
মায়ের হাসি পৃথিবীতে
সব থেকে সেরা,
মায়ের স্পর্শ
নিংস্বার্থ ভালোবাসায় ঘেরা ।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়,
সেই কথা না বললেও
মা বুঝে যায় ।
মা বুঝে যায়...
কত কথা বলি তবু
হয়নি বলা কভু,
তোমাকে ভালোবাসি মা ।
বড় বেশি ভালোবাসি মা...
পারবোনা শোধ করতে
আমি কখনো তোমার ঋণ,
স্বার্থপর পৃথিবীতে
তোমার ভালোবাসা স্বার্থহীন ।
তোমার মনের ইচ্ছেগুলো
হয়না জানা সেভাবে,
তবুও আমার আবদার পূরণ
করে যাও হাসি মুখে ।
করে যাও হাসি মুখে...
কত কথা বলি তবু
হয়নি বলা কভু,
তোমাকে ভালোবাসি মা ।
বড় বেশি ভালোবাসি মা...
যখন তুমি নিজ হাতে
খাবার খাইয়ে দাও আমাকে,
মনে হয় যেন অমৃত এসেছে
বেহেশত থেকে ।
যে কথা সবাইকে বোঝাতে
মুখে বলতে হয়,
সেই কথা না বললেও
মা বুঝে যায় ।
কত কথা বলি তবু
হয়নি বলা কভু,
তোমাকে ভালোবাসি মা ।
বড় বেশি ভালোবাসি মা...
ভালোবাসি মা গানের কথা:
Maa er hasi prithibi te
Sob theke sera,
Maa er sporsho
Niswartho bhalobasay ghera.
Je kotha sobaike bojhate
Mukhe boltey hoy,
Sei kotha na bolleo
Maa bujhe jaai.
Koto kotha boli tobu
Hoyni bola kobhu,
Tomake Bhalobashi Maa.