Din Khon Mapa Ache Lyrics By Arijit Singh
- Song: Din Khon Mapa Ache
- Movie: Hawa Bodol
- Singer: Arijit Singh
- Music: Indradeep Das Gupta
- Lyrics: Prasen
- Cast: Parambrata chattopadhyay, Rudranil Ghosh, Raima Sen
Din Khon Mapa Ache song is sung by Arijit Singh. This song is from the movie "Hawa Bodol". Music composed by Indradeep Das Gupta. Lyrics written by Prasen.
Din Khon Mapa Ache Lyrics in Bengali:
পারা পাপাপাপা পারোনি ধরতে
হযবরল এই জীবন কী যে চায়
মামামামামা মস্তিতে মারে ছক্কা
কা কা কাটা ঘুরি আটকেছো অ্যান্টেনায়
মাঝরাতে হার হাভাতে হৃদয়
তারা গোনে আর ক্রেডিটে স্বপ্ন চালায়
মনরে মনরে...
দিনক্ষণ মাপা আছে
বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে
(ইনস্টলমেন্টে শীতঘুম, থ্রি বি.এইচ.কে ফ্ল্যাট
লাভ আজকাল হামতুম
রেসের আরেকটা র্যাট
একশো হজমি বড়ি ফেল
ওহে কর্পোরেট রাস্কেল
আসলে জিম মরিসন যা, তাই মেট্রোর থার্ড রেল
সই এর পর সই, শালা বাইপাস হাঁকাবোই
গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান)
দামামামামামা
দামামামামামা
দামামা বাজলো বলে
ফেফেফে ফেয়ারি টেলের চরিত্ররা সব
কেকেকে কে যাবি কার দলে
ফোফোফো ফোটাবে ফুট ফুটন্ত উৎসব
জোছনা ভেবে টর্চের আলোয় জ্বালাও
জানো না তুমি আদতে কতটা কী চাও
মনরে মনরে
দিনক্ষণ মাপা আছে
বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে
ভবের সাগরে পেরোবি কী করে
পেরোবি কী করে
এই মায়াডোর পিছু ডেকে মরে
আলসেমি তোর
ছুটি নেবে নিজের কাছে
ঘুমটুম ভেঙে গেলে
চোখেরা ব্যাথা পেলে
নিমেষে ছুঁয়ে দিলে
বোঝা যায় বেঁচে আছে
হারেরেরেরে রক অ্যান্ড রোলে
লুকিয়েছিছি ছি যে নষ্টামি
বা বা বা বা বা বা ব্যোম ব্যোম ভোলে
আশকারা পেয়ে আসল আসামি
ধীরে ধীরে ধরানো নতুন সিগারেট
পোড়াতে আসে কিছু পুরনো কার্পেট
মনরে মনরে
দিনক্ষণ মাপা আছে
বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে
দিনক্ষণ মাপা আছে - অরিজিৎ সিং:
Pa papapapa paroni dhorte
Ho jo bo ro law ei jibon ki je chai
Mamamama masti te mare chhokka
Ka ka kata ghuri aatkechho antennai
Majh raate har habhate hridoy
Tara gone arr credit a swapno chalay
Mon re mon re
Din khon mapa ache
Borate chhapa ache
Tarara hawa bujhe boye jabe dhare kache