Ebhabeo Phire Asha Jaye Lyrics

Ebhabeo Phire Asha Jaye Lyrics By Chandrabindu

  • Song: Ebhabeo Phire Asha Jaye
  • Composition: Chandrabindoo
  • Singer: Upal Sengupta

Ebhabeo Phire Asha Jaye song is performed by Chandrabindu band. This song is sung by Upal Sengupta.

Ebhabeo Phire Asha Jaye Lyrics in Bengali:


ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়
জানলার কাঁচটাতে লেগে থাকা শূণ্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন

ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাধা ঠেলে
আমাকে কি কিছু বলছেন?

বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ
ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়

এভাবেও ফিরে আসা যায়...

খুনসুটি গান হাসি মেয়ের দল
ভাল লেগে গেল এই মফস্বল
বিকেলে রোদ ছিল আর অনুরোধ ছিল
আরেকটা বাউল শোনান

কটকটি চেপ্টি ফুলঝুরি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
ফের যদি ডাকো তবে
খিমচি বা খামচির অকারণ আদান-প্রদান

বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ
ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়

এভাবেও ফিরে আসা যায়...

আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
যন্ত্রণা সারা গায়ে, ধুর ছাই পাড়া গাঁয়ে
ছাইপাশ জমা অ্যাশট্রে

কানে লেগে থাকা আর্তনাদ
দুটো দিন থেকে গেলে পারত না
তাই আড্ডার ঠেকে হোক, সাউথের লেকে হোক
না জানিয়ে চলে যায় ট্রেন

চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি
রিকশার ভীষণ তাড়ায়
হয়ত বা কোনোদিন সে সাহস ফিরে পাব
আগামীর কোনো সংখ্যায়
এভাবেও ফিরে আসা যায়

এভাবেও ফিরে আসা যায় - চন্দ্রবিন্দু ব্যান্ড:


Phike hoye asaa ondhokar
Platform a dhowa otha chayer bhnar
Janlar kanchta te lege thaka shunyota
So shobde chhute chole train

Phele asa mukhgulo bhor belay
Lukochuri arr chor chor khelay
Kuyotola mukho mukhi jorotar badha thele
Amake ki kichhu bolchen?

Bolte parini tar jetuku ja bhasa chhilo
Kenpe otha chokher paatay
Tarpor bhorbela dingiyechi choukath
Bhoyanok sotorkotay
Ebhabeo Phire Asha Jaye

Ebhabeo Phire Asha Jai...
326404665953066090

TRENDING NOW

326404665953066090