Mon Hawai Peyechi Tor Naam Lyrics By Anindya Chatterjee
- Song: Mon
- Singer: Anindya Chatterjee
- Album: Juju
- Band: Chandrabindoo
"Mon Hawai Peyechi Tor Naam" song is sung by Anindya Chatterjee. This song is performed by Chandrabindu band.
Mon Hawai Peyechi Tor Naam Song Lyrics in Bengali:
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
হাওয়া দিলো শিরশিরানি ডাক,
হাওয়া দিলো ডানা ।
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল,
ভুল ঠিকানা ।
মন রে, হলুদ আলোয়
হাওয়ার আবীর মাখলাম ।
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত
জেগে থাকে ঘুম পাহাড়ের মন,
কেমন আলো ।
দূরদেশে ফিকে হওয়া রাত,
ডাক পাঠালো ।
মন রে, ঘুমের গোপনে
তোমাকে আবার ডাকলাম ।
আদরের ডাক যদি মোছে
এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগোছে
বোঝনা এটুকু শিলালিপি
মন রে, ব্যথার আদরে
অবুঝ আঙুল রাখলাম ।
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না, ছুঁয়ো না এরকম
ছুঁয়ে দিলে বুক কুঁড়ে কুঁড়ে খায়
সোনা পোকা,
বেপাড়ায় কাঁদবেনা
এ মা, ছিঃ ছিঃ বোকা ।
মন রে, না হয় পকেটে খুচরো পাথর রাখলাম
মন হাওয়ায় পেয়েছি তোর নাম - চন্দ্রবিন্দু ব্যান্ড:
Mon, hawai peyechi tor naam
Mon, hawai hariye phellam.
Hawa dilo shirshirani daak
Hawa dilo dana,
Hawa dilo chyanra sandle
Bhul thikana.
Mon re, holud aaloy
Hawar abir makhlam.
Mon, aleya poralo khali haat
Mon, jage na, jage na sara raat.