O Bondhu Re Lyrics Samz Vai

O Bondhu Re Lyrics By Samz Vai

  • Song: O Bondhurey
  • Singer: Samz Vai
  • Lyrics: Samz Vai
  • Music: Tanzil Hasan
  • Starring: Zaher Alvi, Ontora & Afjal Sujon
  • Label: Eagle Music

O Bondhu Re song is sung & written by Samz Vai. Music composed by Tanzil Hasan. Eid Special Song.

O Bondhu Re Samz Vai Lyrics in Bengali:


ভালো কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবে কেন দূরে চইলা যাও?

আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও ।

তুমি দেখো নতুন স্বপন
হায়, নতুন কারো চোখে
কেমনে মাইরা গেলা ছুরি বিষের,
আমার এই বুকে ।
ভাবলা না এই আমারে...

ও বন্ধু, তুমি বড় পাষাণ
আমি আগে বুঝি নাই
তোমার মিছা মাইয়ায় পইরা
আমার জীবন পুইড়া ছাই

জীবন পুইড়া ছাইরে বন্ধু
জীবন পুইড়া ছাই...

ভালো কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবে কেন দূরে চইলা যাও?

তুমি আমায় ছাইড়া, আমায় ভুইলা
কেমনে বলো থাকো?
তুমি আদর কইরা তোমার মুখে
কার নামটি ডাকো?

তুমি কার বুকেতে মাথা রাইখা
সুখের গল্প করো?
আমি কোথায় আছি, কেমন আছি
রাখলা না খবরও ।

তুমি সুখে থাকো,
করি আমি এই প্রার্থনা
তোমার মতো বন্ধুর আর
হয়না তুলনা ।

ও বন্ধু, তুমি বড় পাষাণ
আমি আগে বুঝি নাই
তোমার মিছা মাইয়ায় পইরা
আমার জীবন পুইড়া ছাই

জীবন পুইড়া ছাইরে বন্ধু
জীবন পুইড়া ছাই...

ভালো কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবে কেন দূরে চইলা যাও?

আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও ।

ও বন্ধু রে - ঈদের গান:


Bhalo keno basila tumi amare
O bondhu re,
Tobe keno durey choila jao.
Amare Chharia tumi kemone
O bondhu re,
Onnyer ghore paa barao

O bondhu tumi boro pashan
Ami agey bujhi nai
Tomar michha mayay poira
Amar jibon puira chhai

Jibon puira chhai re bondhu
Jibon puira chhai...
326404665953066090

TRENDING NOW

326404665953066090